Penis Shrunk By An Inch & Half: করোনার জের, দেড় ইঞ্চি ছোট হয়ে গেল যুবকের পুরুসাঙ্গ!
অতিমারী করোনা প্রতিদিন একটু একটু করে আমাদের জীবনী শক্তিকে কেড়ে নিচ্ছে। এই মুহূর্তে অতি সংক্রামক ওমিক্রন ও ভয়াল ডেল্টার গ্রাসে পৃথিবী। ভারতে একদিনে করোনার কবলে পড়েছেন আড়াই লাখ জনতা। এই পরিস্থিতিতে জানা গেল, করোনার জেরে কমেছে পুরুষাঙ্গের দৈর্ঘ্য(Penis Shrunk)।
অতিমারী করোনা প্রতিদিন একটু একটু করে আমাদের জীবনী শক্তিকে কেড়ে নিচ্ছে। এই মুহূর্তে অতি সংক্রামক ওমিক্রন ও ভয়াল ডেল্টার গ্রাসে পৃথিবী। ভারতে একদিনে করোনার কবলে পড়েছেন আড়াই লাখ জনতা। এই পরিস্থিতিতে জানা গেল, করোনার জেরে কমেছে পুরুষাঙ্গের দৈর্ঘ্য(Penis Shrunk)। চিকিৎসককে এই তথ্য দিয়েছেন বচর ৩০- এর এক যুবক। গত জুলাইতে করোনায় আক্রান্ত হন তিনি। ভাইরাস এক সময় ছেড়ে গেলেও ফলাফল রেখে যায় শরীরে। ওই যুবক দেখেন অসুস্থতার পরে তাঁর পুরুষাঙ্গটি প্রায় দেড় ইঞ্চি ছোট হয়ে গেছে। বিষয়টি কিনি চিকিৎসককে জানান। জানতে পারেন অতিমারী তাঁর ভাসক্যুলার সিস্টেমে প্রভাব ফেলেছে। তাই এই অবস্থা। এবং পুরুষাঙ্গ আর পূর্ণ দৈর্ঘ্যে ফিরবে না। আরও পড়ুন-Narayan Debnath Hospitalised: অসুস্থ নারায়ণ দেবনাথ, ভর্তি হাসপাতালে
অন্যদিকে বিশ্বের ইউরোলজিস্টরা জানিয়েছেন। অনেকেই এই পুরুষাঙ্গ সঙ্কুচিত হওয়ার সমস্যা নিয়ে তাঁদের কাছে এসেছেন।বিস্তর আলাপ আলোচনার পর এক সমাধান সূত্রে আসা গেছে যে, পেনিস পুশ আপের মাধ্যমে পুরুসাঙ্গের প্রসারণ ঘটানো যেতে পারে। তাহলেই পুরুষাঙ্গ আগের দৈর্ঘ্যে ফিরবে। সাধারণত সংক্রমণ পুরুষাঙ্গে রক্ত চলাচল রুখে দেওয়ার কারণে এমনটা ঘটেছে,