Imran Khan: 'আমরা অন্ধকারের যুগে বাস করছি', পাকিস্তানে গণতন্ত্র নিয়ে মন্তব্য ইমরানের
পাকিস্তানের মানুষ এখন অন্ধকারের যুগে বাস করছেন। দেশের গণতান্ত্রিক পরিবেশ নিয়ে মন্তব্য করতে গিয়ে এই কথাই বললেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খান।
ইসলামাবাদ: পাকিস্তানের (Pakistan) মানুষ (people) এখন অন্ধকারের যুগে (edge of darkness) বাস করছেন। দেশের গণতান্ত্রিক (democracy) পরিবেশ নিয়ে মন্তব্য করতে গিয়ে এই কথাই বললেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খান (Pakistan's former & PTI PM Imran Khan)। গত বছর ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার পর থেকে ইমরান খানের উপর একাধিক মামলা করেছে শাহবাজ শরিফের সরকার। গত মে মাসে তো তাঁকে গ্রেফতার (arrest) করে হত্যার চেষ্টা করারও অভিযোগ ওঠে। যার জেরে পাকিস্তানজুড়ে হিংসার পরিবেশ তৈরি হয়েছিল। পরে সুপ্রিম কোর্টের নির্দেশে জেল থেকে ছাড়া হয় ইমরান খানকে। তার আগে অবশ্য ইমরান খানের দলের প্রচুর কর্মী ও সমর্থকদের সেনাবাহিনীর সম্পত্তিতে ভাংচুর করার অভিযোগে আটক করা হয়েছিল।
সম্প্রতি একটি সংবাদমাধ্যমের প্রতিনিধিকে সাক্ষাৎকার দিতে গিয়ে পাকিস্তানের বর্তমান অবস্থার কথা উল্লেখ করেন ইমরান খান। এপ্রসঙ্গে তিনি বলেন, "আমরা এখন অন্ধকারের যুগে বাস করছি। পাকিস্তানে বর্তমানে কোনও আইনের শাসন নেই (no rule of law)। দেশ এখন অঘোষিত সামরিক আইনে (undeclared martial law) চলছে। সন্ত্রাসবাদের যুদ্ধে (war on terror) একদম শেষপ্রান্তে পৌঁছে গেছে পাকিস্তান। আর এখন কোনও সমালোচনাই (criticism) শুনতে চায় না পাকিস্তানের সেনাবাহিনী। যাকে যখন খুশি ধরে নিয়ে যাচ্ছে।" আরও পড়ুন: Dubai : দুবাইতে ভারতীয় দম্পতিকে হত্যার জেরে মৃত্যুদন্ডের সাজা এক পাকিস্তান নাগরিককে