Pakistan PM Imran Khan: 'আরএসএস মতাদর্শই ভারত, পাকিস্তান শান্তি চুক্তির মধ্যে বাধা', দাবি পাক প্রধানমন্ত্রীর

ভারত, পাকিস্তানের মধ্যে কথা এবং সন্ত্রাসবাদ কি একইসঙ্গে চলতে পারে? এমন প্রশ্ন করা হলে, কার্যত আরএসএসের দিকে অভিযোগের আঙুল তোলেন ইমরান খান।

Pakistan PM Imran Khan: 'আরএসএস মতাদর্শই ভারত, পাকিস্তান শান্তি চুক্তির মধ্যে বাধা', দাবি পাক প্রধানমন্ত্রীর
ইমরান খান, ছবি ট্যুইটার

দিল্লি, ১৭ জুলাই: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর মতাদর্শ চলে আসছে ভারত, পাকিস্তানের মধ্যে। সেই কারণেই ভারত (India), পাকিস্তান নিজেদের মধ্যে আলোচনা করে সীমান্ত উত্তেজনা প্রশমিত করতে পারছে না। দুই দেশের মধ্যে শান্তপূর্ণ সহাবস্থানে বাধা হয়ে দাঁড়াচ্ছে আরএসএস (RSS)। সংবাদ সংস্থা এএনআইয়ের প্রশ্নের উত্তরে এমনই অভিযোগ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)।

ভারত, পাকিস্তানের (Pakistan)মধ্যে কথা এবং সন্ত্রাসবাদ কি একইসঙ্গে চলতে পারে? এমন প্রশ্ন করা হলে, কার্যত আরএসএসের দিকে অভিযোগের আঙুল তোলেন ইমরান খান।

আরও পড়ুন: Jagdeep Dhankhar: রাজ্যপাল জগদীপ ধনখড়ের আচমকা দিল্লি সফর ঘিরে জোর জল্পনা

দেখুন...

 

এদিকে ইমরান খানের ওই মন্তব্যের পর পালটা আক্রমণ করেন আরএসএস নেতা ইন্দ্রেশ কুমার। তিনি পালটা বলেন, পাকিস্তানের বিষাক্ত মতাদর্শের জন্যই ১৯৭১ সালে ফের একদফা দেশের ভাগ হয়। শুধু তাই নয়, পড়শিদের বিষাক্ত মতাদর্শের জন্য ভারত, পাকিস্তানের মধ্য়ে শান্তিপূর্ণ সহাবস্থান হচ্ছে না বলেও অভিযোগ করেন ইন্দ্রেশ কুমার।



@endif