Pakistan: পাকিস্তানে ১০০ বছরেরও বেশি পুরনো হিন্দু মন্দিরে হামলা

পাকিস্তানে (Pakistan) ১০০ বছরেরও প্রাচীণ হিন্দু মন্দিরে হামলা। পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে (Rawalpindi) ওই হিন্দু মন্দিরে সংস্কারের কাজ চলছিল। শনিবার স্থানীয় সময় রাত সাড়ে ৭টার দিকে ১০-১৫ জন ব্যক্তি শহরের পুরানা কিলায় অবস্থিত ওই মন্দিরে ঢুকে পড়ে। তারা মন্দিরের প্রধান ফটক এবং উপরে ওঠার সিঁড়ি এবং আরেকটি দরজা ভেঙে দেয়। ঘটনার অভিযোগ দায়ের করেছে পুলিশ।

Hundred-year-old Hindu Temple in Pakistan’s Rawalpindi (Photo Credits: Twitter)

রাওয়ালপিন্ডি, ৩০ মার্চ: পাকিস্তানে (Pakistan) ১০০ বছরেরও প্রাচীণ হিন্দু মন্দিরে হামলা। পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে (Rawalpindi) ওই হিন্দু মন্দিরে সংস্কারের কাজ চলছিল। শনিবার স্থানীয় সময় রাত সাড়ে ৭টার দিকে ১০-১৫ জন ব্যক্তি শহরের পুরানা কিলায় অবস্থিত ওই মন্দিরে ঢুকে পড়ে। তারা মন্দিরের প্রধান ফটক এবং উপরে ওঠার সিঁড়ি এবং আরেকটি দরজা ভেঙে দেয়। ঘটনার অভিযোগ দায়ের করেছে পুলিশ।

ডন পত্রিকা জানিয়েছে যে ইভাকুইয়ি ট্রাস্ট প্রোপার্টি বোর্ড (ইটিপিবি) নদার্ন জোনের নিরাপত্তা আধিকারিক সৈয়দ রাজা আব্বাস জায়েদি রাওয়ালপিন্ডির বান্নি থানায় একটি এফআইআর দায়ের করেছেন। তিনি জানিয়েছে যে গত এক মাস ধরে মন্দিরটির নির্মাণ ও সংস্কারের কাজ চলছে। তিনি আরও জানান, মন্দিরের সামনের দিকে কিছু জবরদখল ছিল, যা ২৪ মার্চ সরিয়ে দেওয়া হয়েছিল। আরও পড়ুন: Vladimir Putin : করোনা ভ্যাকসিনে পার্শ্ব প্রতিক্রিয়া, অসুস্থ ভ্লাদিমির পুতিন?

তিনি জানিয়েছেন, মন্দিরে ধর্মীয় অনুষ্ঠান শুরু করা হয়নি, না কোনও মূর্তি বা অন্য কোনও পুজোর সামগ্রী ছিল হামলার সময়ে। অভিযোগ, দীর্ঘদিন ধরেই মন্দিরের সামনে দোকান করে জবরদখল করা হচ্ছিল।



@endif