Pakistan Spewing Venom: দিল্লির বিরুদ্ধে বিদ্বেষের বিষ ছড়াচ্ছে পাকিস্তান তবে তাতে লাভ নেই, রাষ্ট্রপুঞ্জে ইসলামাবাদকে তোপ ভারতীয় রাষ্ট্রদূতের
Nagaraj Naidu) ইসলামাবাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বললেন, মাছ যেমন জল ছাড়া বাঁচে না পাকিস্তানও তেমন বিদ্বেষ বার্তা ছাড়া থাকতে পারে না। কাশ্মীর প্রসঙ্গে আন্তর্জাতিক মঞ্চে ক্রমাগত মিথ্যে কথা বলে চলেছে বলে অভিযোগ করেন তিনি। বলেন, “কাশ্মীর নিয়ে পাকিস্তান ক্রমাগত বিষোদ্গার করে চলেছে। হেটস্পিচই ইসলামাবাদের জীবন। এখনও সময় আছে, ভুয়ো সমস্যা ছড়ানোর কাজ বন্ধ রেখে কূটনৈতিক সম্পর্কে মন দিক ইসলামাবাদ।
নিউইয়র্ক, ২৩ জানুয়ারি: রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় কাশ্মীর প্রশ্নে ফের পাকিস্তানকে (Pakistan) নজিরবিহীন আক্রমণ করল ভারত। রাষ্টরপুঞ্জে ভারতের প্রতিনিধি তথা রাষ্ট্রদূত কে নাগারাজ নায়ডু (K. Nagaraj Naidu) ইসলামাবাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বললেন, মাছ যেমন জল ছাড়া বাঁচে না পাকিস্তানও তেমন বিদ্বেষ বার্তা ছাড়া থাকতে পারে না। কাশ্মীর প্রসঙ্গে আন্তর্জাতিক মঞ্চে ক্রমাগত মিথ্যে কথা বলে চলেছে বলে অভিযোগ করেন তিনি। বলেন, “কাশ্মীর নিয়ে পাকিস্তান ক্রমাগত বিষোদ্গার করে চলেছে। হেটস্পিচই ইসলামাবাদের জীবন। এখনও সময় আছে, ভুয়ো সমস্যা ছড়ানোর কাজ বন্ধ রেখে কূটনৈতিক সম্পর্কে মন দিক ইসলামাবাদ। কাশ্মীর যা ইচ্ছে তাই করছে ইসলামাবাদ, এর পরেও তারা ভারতের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক বজায় রাখার আশা কী করে রাখে?” প্রশ্ন তুলেছেন কে নাগারাজ।
“এমনই একটা দেশ পাকিস্তান যেখানে সংখ্যালঘুরা প্রতিদিন মার খাচ্ছে। তাদের ধনে প্রাণে শেষ করে দিয়ে সংখ্যালঘু রক্ষার স্বার্থে মিথ্যে প্রচার করে চলেছে। সবসময় সন্ত্রাসবাদকে লালন করছে ইসলামাবাদ, সেনার তরফে জঙ্গিদের প্রশিক্ষণ দিচ্ছে। আর কাশ্মীর নিয়ে বিশ্বসভায় মিথ্যে কাঁদুনি গাইছে। এবার অন্তত তাদের বোঝা উচিত যে এসব কুমীরের কান্নায় কেউ আর ভুলছে না। তাই সেসব পথ ছেড়ে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতিতে কূটনৈতিক কাজে মন দিতে পারে পাকিস্তান।” রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় পাকিস্তানের বিরুদ্ধে মুখ খুলে একথাই বললেন রাষ্ট্রদূত কে নাগারাজ নায়ডু। আরও পড়ুন-Wuhan Coronavirus: করোনা ভাইরাস এবার মার্কিন মুলুকে, সিয়াটেলের আক্রান্ত ব্যক্তিকে ভর্তি করা হল হাসপাতালে
গত সপ্তাহে কাশ্মীর (Kashmir) ইস্যুকে মধ্যমণি করে আন্তর্জাতিক মঞ্চে সহযোগিতা পাওয়ার চেষ্টা করে ফের ব্যর্থ পাকিস্তান। চিন পূ্র্ণ সহযোগিতা করলেও ফ্রান্স-সহ বাকি দেশগুলির তীব্র বিরোধিতায় সেই পাকিস্তানের আশায় একেবারে ছাই পড়ল। এদিন চিনের জোরাজুরিও ধোপে টিকল না। রাষ্ট্রপুঞ্জের রুদ্ধদ্বার বৈঠকে (UN Security Council) কাশ্মীর প্রসঙ্গ শুনতেই চাইলেন না স্থায়ী সদস্যেরা। উল্টে চিন ও ইসলামাবাদকে স্পষ্ট জানিয়ে দেওয়া হল, কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয়, রাষ্ট্রপুঞ্জের এই মঞ্চ এইসব আলোচনা শোনার জন্য নয়। চলতি সপ্তাহে নিউ ইয়র্ক সিটি ও ওয়াশিংটন ডিসিতে সফর করেন পাক বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি। বন্ধু চিনের হাত ধরে ফের রাষ্ট্রপুঞ্জের আসরে কাশ্মীর প্রসঙ্গ তোলার জন্য তদ্বির করেও পাকিস্তানের মুখ পুড়ল।