Pakistan Flood: চারপাশে জল, পাকিস্তান সমুদ্রের রূপ নিয়েছে, বন্যা নিয়ে আতঙ্কিত শেহবাজ

পাক প্রধানমন্ত্রী শেহবাজ বলেন, পাকিস্তান যে সমুদ্রের রূপ নিয়েছে। সিন্ধ প্রদেশের যেদিকে চোখ যাচ্ছে, জলে জালাকার। পাকিস্তানের ক্ষতির পরিমাপ করা এই মুহূর্তে সম্ভব নয় বলেও মন্তব্য করেন শেহবাজ শরিফ।

Pakistan Flood (Photo Credit: Twitter)

ইসলামাবাদ, ৭ সেপ্টেম্বর: ভয়াবহ বন্যার জেরে ধুঁকছে পাকিস্তান (Pakistan)। খাইবার পাখতুনওয়া, দক্ষিণ পাঞ্জাব প্রদেশ, সিন্ধ প্রদেশ-সহ একাধিক এলাকায় কার্যত ধ্বংসলীলা শুরু হয়েছে। বন্যার জেরে পাকিস্তান যখন চরম বিপদের মুখে, সেই সময় মুখ খুললেন সে দেশের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

পাক প্রধানমন্ত্রী শেহবাজ (Shehbaz Sharif) বলেন, পাকিস্তান যে সমুদ্রের রূপ নিয়েছে। সিন্ধ প্রদেশের যেদিকে চোখ যাচ্ছে, জলে জালাকার। পাকিস্তানের ক্ষতির পরিমাপ করা এই মুহূর্তে সম্ভব নয় বলেও মন্তব্য করেন শেহবাজ শরিফ।

আরও পড়ুন: Ranbir Kapoor-Alia Bhatt: মহাকাল মন্দিরে প্রবেশে 'বাধা' রণবীর-আলিয়াকে, বিতর্কের জেরে মুখ খুললেন মন্ত্রী

এদিকে পাকিস্তানে ৩৩ মিলিয়ন মানুষ বন্যার কবলে। এমনই জানানো হয় রাষ্ট্রসংঘের তরফে। যে ৩৩ মিলিয়ন মানুষ বন্যার কবলে, তার মধ্য বহু আফগান শরণার্থীও রয়েছেন বলে জানানো হয় রাষ্ট্রসংঘের তরফে। পরিসংখ্যান অনুযায়ী, প্রত্যেকবার পাকিস্তানে যে পরিমাণ বৃষ্টি হয়, এবার তার চেয়ে ১৯০% বেশি হয়েছে। তার জেরেই দেখা দিয়েছে ভয়াবহ বন্যা পরিস্থিতি।