করতারপুর করিডরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে পাকিস্তান আসবেন মনমোহন সিং, দাবি পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশির
করতারপুর করিডরের (Kartarpur Corridor) উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে পাকিস্তান আসবেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং (former Prime Minister Manmohan Singh)। আজ এই দাবি করেছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি (Shah Mehmood Qureshi )। পাকিস্তানের বিদেশমন্ত্রীর দাবি, মনমোহন সিং পাকিস্তান সরকারের আমন্ত্রণ গ্রহণ করেছেন। কুরেশির আরও দাবি যে মনমোহন সিং তাঁকে একটি চিঠি লিখেছেন। যাতে তিনি বলেছেন প্রধান অতিথি হিসাবে নয়, একজন সাধারণ মানুষ হিসাবে করতারপুর আসবেন তিনি।" সংবাদ সংস্থা ANI-র একটি টুইটে বলা হয়েছে, শাহ মেহমুদ কুরেশি পাকিস্তানের ক্যাপিটাল টিভিকে বলেছেন, "আমি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে আমন্ত্রণ জানিয়েছিলাম। আমি তাঁর প্রতি কৃতজ্ঞ। তিনি আমাকে একটি চিঠি লিখেছেন এবং বলেছেন, প্রধান অতিথি (chief guest) হিসাবে নয় একজন সাধারণ মানুষ (ordinary man) হিসাবে আমি আসব।" কুরেশি বলেন, "সাধারণ মানুষ হয়ে আসলেও আমরা মনমোহন সিংকে স্বাগত জানাব।"
ইসলামাবাদ, ১৯ অক্টোবর: করতারপুর করিডরের (Kartarpur Corridor) উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে পাকিস্তান আসবেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং (former Prime Minister Manmohan Singh)। আজ এই দাবি করেছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি (Shah Mehmood Qureshi )। পাকিস্তানের বিদেশমন্ত্রীর দাবি, মনমোহন সিং পাকিস্তান সরকারের আমন্ত্রণ গ্রহণ করেছেন। কুরেশির আরও দাবি যে মনমোহন সিং তাঁকে একটি চিঠি লিখেছেন। যাতে তিনি বলেছেন প্রধান অতিথি হিসাবে নয়, একজন সাধারণ মানুষ হিসাবে করতারপুর আসবেন তিনি।" সংবাদ সংস্থা ANI-র একটি টুইটে বলা হয়েছে, শাহ মেহমুদ কুরেশি পাকিস্তানের ক্যাপিটাল টিভিকে বলেছেন, "আমি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে আমন্ত্রণ জানিয়েছিলাম। আমি তাঁর প্রতি কৃতজ্ঞ। তিনি আমাকে একটি চিঠি লিখেছেন এবং বলেছেন, প্রধান অতিথি (chief guest) হিসাবে নয় একজন সাধারণ মানুষ (ordinary man) হিসাবে আমি আসব।" কুরেশি বলেন, "সাধারণ মানুষ হয়ে আসলেও আমরা মনমোহন সিংকে স্বাগত জানাব।"
এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান (Pakistan Prime Minister Imran Khan) নভেম্বরে মাসে নির্ধারিত করতারপুর করিডরের উদ্বোধনী অনুষ্ঠানে মনমোহন সিংকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছিলেন। আগামী মাসের ৯ নভেম্বর করতারপুর করিডরের উদ্বোধন হবে। এর আগে, সংবাদমাধ্যমের একটি অংশ দাবি করেছিল যে করতারপুর করিডরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য পাকিস্তানের আমন্ত্রণ মনমোহন সিং গ্রহণ করেছেন। যদিও দাবি উড়িয়ে দেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং (Punjab Chief Minister Amarinder Singh)। তিনি সাফ জানান যে প্রাক্তন প্রধানমন্ত্রী উদ্বোধনী অনুষ্ঠানে পাকিস্তানে যাবেন না। আরও পড়ুন: ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের আমন্ত্রণ, নানকের জন্মদিবসে করতারপুর যাচ্ছেন মনমোহন সিং নরেন্দ্র মোদি ও রামনাথ কোবিন্দ
তাছাড়া এক সরকারি আধিকারিকও জানিয়েছিলেন যে সমস্ত রাজনৈতিক দলের সদস্যদের নিয়ে গঠিত প্রতিনিধি করতারপুরে যাবে। তার অংশ হিসেবেই যাবেন প্রাক্তন প্রধানমন্ত্রী। সাহিব (Kartarpur Sahib) গুরুদ্বারের পক্ষ থেকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকেও।