Pakistan Flour Crisis: আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি পাকিস্তানে, আটা, ময়দার লাইনে পদপিষ্ট মানুষ, দেখুন ভিডিয়ো
ইসলামাবাদ, ১০ জানুয়ারি: পাকিস্তানে (Pakistan) মূল্যবৃদ্ধি কার্যত আকাশ ছোঁয়া। পাকিস্তানে যখন হু হু করে আটা, ময়দার দাম বাড়ছে, সেই সময় কপালে হাতে সে দেশের সাধারণ মানুষের। পাকিস্তানে আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধির জেরে বালোচিস্তান (Balochistan), সিদ্ধ প্রদেশ-সহ একাধিক জায়গা থেকে যে ছবি প্রকাশ্য়ে আসছে, তা দেখলে চমকে উঠবেন আপনিও। পাকিস্তানে আটা, ময়দার দাম যখন হু হু করে বাড়ছে, সেই সময় বালোচিস্তান, খাইবার পাখতুনওয়ায় মানুষ ঘণ্টার পর ঘণ্টা ধরে দাঁড়িয়ে থাকছেন আটা, ময়দা সংগ্রহের জন্য। জানা যাচ্ছে, সরকার নির্ধারিত মূল্যে আটা, ময়দা কিনতে ১ হাজার মানুষ লাইনে দাঁড়ালে, তার মধ্যে ১০ জনের ভাগ্যে শিঁকে ছিড়ছে। ফলে দোকান, হাটবাজারে লাইন দিয়ে ঘণ্টার পর ঘণ্টা ধরে মানুষ দাঁড়িয়ে থাকছেন বলে খবর। আটা, ময়দার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে মানুষের মধ্যে যখন বিবাদ বাঁধতে শুরু করছে, সেই সময় বালোচিস্তান, সিন্ধ প্রদেশের একাধিক দোকানে পদপিষ্ট হওয়ার খবর মিলতে শুরু করেছে। দেখুন সেই ছবি...
রিপোর্টে প্রকাশ, করাচিতে (Karachi) এক কিলো আটার দাম ১৪০ টাকা। কোনও কোনও সময় ১৬০ টাকাতেও বিকোচ্ছে এক কিলো আটা। ইসলামাবাদ (Islamabad) , পেশোয়ারে ১০ কিলো আটার ব্যাগ বিক্রি হচ্ছে ১৫০০ টাকায়। ২০ কিলো আটার ব্যাগ বিক্রি হচ্ছে ২৮০০-তে। পাঞ্জাবে যে আটার মিলগুলি রয়েছে, সেখানকার মালিকরা প্রতি কিলোতে ১৬০ টাকা করে নিচ্ছেন বলে খবর। খাইবার পাখতুনাওয়া, সিন্ধ প্রদেশে ২০ কিলো আটা বিক্রি হচ্ছে ৩১০০ টাকায়। সবকিছু মিলিয়ে পাকিস্তানে যে হারে মূল্যবৃদ্ধি হচ্ছে, তাতে সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত।
বালোচিস্তানের এক দোকানদারের কথায়, আটা, ময়দা জমানো ছিল, তা পুরো শেষ। এই মুহূর্তে যে চাহিদা, তাতে বালোচিস্তান জুড়ে আটার ৪ লক্ষ বস্তা আনলেও, সমস্যা মিটবে না বলে জানান তিনি।