Pakistan: মুম্বই হামলার মূল চক্রী হাফিজ সইদের পাকিস্তানের বাড়ির কাছে ভয়াবহ বিস্ফোরণ

আহতদের মধ্যে ৮ জনের অবস্থা গুরুতর। তাঁদের নজরে রাখা হয়েছে।

হাফিজ সইদ, ছবি ট্যুইটার

লাহোর, ২৩ জুন: মুম্বই (Mumbai) হামলার মূল চক্রী হাফিস সইদের বাড়ির কাছে ভয়াবহ বিস্ফোরণ। যার জেরে ২ জনের মৃত্য়ুর খবর পাওয়া যায়। পাশাপাশি আহত হন ১৭ জন। রিপোর্টে প্রকাশ, লাহোরের (Lahore) জোহর টাউনে বুধবার সকাল ১১টা নাগাদ এই বিস্ফোরণ ঘটে। গ্যাসের লাইনে বিস্ফোরণের জেরেই তা ভয়াবহ আকার নেয় এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ জনের। আহতদের মধ্যে ৮ জনের অবস্থা গুরুতর। তাঁদের নজরে রাখা হয়েছে।

এই ঘটনার পিছনে অন্য কোনও অভিসন্ধি রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয় পাকিস্তান (Pakistan) পুলিশের (Police)  তরফে।

আরও পড়ুন: ভারতের ৪ রাজ্যে ডেল্টা প্লাসের হানা, বাড়ছে আতঙ্ক

প্রসঙ্গত জামাত-উদ-দাওয়ার অন্যতম মাস্টারমাইন্ড হাফিস  সইদের ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গি তালিকায় নাম রয়েছে। ২০০৮ সালে মুম্বইতে যে হামলা হয়, তার অন্যতম চক্রী হল এই হাফিস সইদ। আন্তর্জাতিক চাপে পড়ে ২০২০ সালে হাফিজ সইদকে ১৫ বছরের কারাদণ্ডে দণ্ডিত করে পাকিস্তান।