Pakistan To Release Indian fishermen: বন্ধুত্বের বার্তা দিতে জেলবন্দি ৬০০ ভারতীয় মৎস্যজীবীদের ছাড়ছে পাকিস্তান

এসসিও সম্মেলনে যোগ দিতে গোয়ায় এসেছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলওয়াল আলি ভুট্টো জারদারি।

Photo Credits: WIKIMEDIA COMMONS

এসসিও  (SCO) সম্মেলনে যোগ দিতে গোয়ায় এসেছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলওয়াল আলি ভুট্টো জারদারি (Bilawal Bhutto Zardari)। ভুটোর সফরে বন্ধুত্বের বার্তা দিতে (as goodwill gesture) ভারতের ৬০০ জন মৎস্যজীবী (Indian Fishermen)-দের ছাড়ার সিদ্ধান্ত নিল পাকিস্তান (Pakistan)।

প্রসঙ্গত, পাকিস্তানের জেলে এখন ভারতের ৭০৫ জন নাগরিক বন্দি আছেন। তাঁদের মধ্যে ৬৫৪ জন হলেন মৎস্যজীবী। এই ৬৫৪ জন মৎস্যজীবীদের মধ্যে দু দফায় ৬০০ জন ছাড়ছে পাকিস্তান। আরও পড়ুন-নেপালে রাজনৈতিক অস্থিরতা! প্রচণ্ডর নেতৃত্বাধীন সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার RSP-র

দেখুন টুইট

প্রথমে ১২ মে ভারতের ২০০ জন মৎস্যজীবীকে জেল থেকে ছাড়বে পাকিস্তান। এঁরা সবাই ভুল করে জল সীমান্ত টপকে পাকিস্তানে ঢুকে পড়েছিলেন। তারপর ১৪ মে ৪০০ জন ভারতীয় বন্দি মৎস্যজীবীকে মুক্ত করবে পাকিস্তান। ভারতের সঙ্গে সম্পর্ক ভাল করার সাম্প্রতিক কালে এটাই পাকিস্তানের সেরা উদ্যোগ বলে মনে করেছে সে দেশের সংবাদমাধ্যম।

 



@endif