WHO Chief Self-Isolates: করোনা আক্রান্তের সংস্পর্শে এসেছেন, এবার সেলফ কোয়ারেন্টাইনে গেলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান
সংস্পর্শে আসা এক ব্যক্তির শরীরে মিলেছে করোনাভাইরাসের জীবাণু। তাই বিপত্তি এড়াতে আগেভাগেই সেলফ কোয়ারেন্টাইনে চলে গেলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস আধানম ঘেব্রেয়াসিস। রবিবার রাতেই নিজে একথা জানান। তবে তিনি এখনও পর্যন্ত উপসর্গহীন। টুইট বার্তায় WHO প্রধান লিখেছেন, “আমি এক করোনা আক্রান্তের সংস্পর্শে ছিলাম। কোনওরকম উপসর্গ নেই আমার, বেশ ভালো আছি। তবে WHO প্রোটোকল মেনে আগামী কিছুদিনের জন্য সেলফ কোয়ারেন্টাইনে থাকছি। বাড়ি থেকেই কাজকর্ম করব। আমাদের সবাইকেই কোভিড সংক্রান্ত নিয়মকানুন মানতে হবে, এটি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ।
জেনেভা, ২ নভেম্বর: সংস্পর্শে আসা এক ব্যক্তির শরীরে মিলেছে করোনাভাইরাসের জীবাণু। তাই বিপত্তি এড়াতে আগেভাগেই সেলফ কোয়ারেন্টাইনে চলে গেলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস আধানম ঘেব্রেয়াসিস। রবিবার রাতেই নিজে একথা জানান। তবে তিনি এখনও পর্যন্ত উপসর্গহীন। টুইট বার্তায় WHO প্রধান লিখেছেন, “আমি এক করোনা আক্রান্তের সংস্পর্শে ছিলাম। কোনওরকম উপসর্গ নেই আমার, বেশ ভালো আছি। তবে WHO প্রোটোকল মেনে আগামী কিছুদিনের জন্য সেলফ কোয়ারেন্টাইনে থাকছি। বাড়ি থেকেই কাজকর্ম করব। আমাদের সবাইকেই কোভিড সংক্রান্ত নিয়মকানুন মানতে হবে, এটি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এভাবেই সংক্রমণের শৃঙ্খল ভেঙে ভাইরাসকে কাবু করব। এবং নিজেদের স্বাস্থ্য সুরক্ষিত রাখব।” আরও পড়ুন-Coronavirus Cases In India: কমছে অ্যাকটিভ কেসের সংখ্যা, দেশের মোট করোনা আক্রান্ত এখন ৮২.২৯ লাখ
WHO প্রধানের টুইট
গত বছর চিনে প্রথম মারণ ভাইরাস করোনা থাবা প্রসারিত হয়। এখনও পর্যন্ত বিশ্বে কোভিডের বলি ১.২ মিলিয়ন। সংক্রামিতর সংখ্যা ৪৬ মিলিয়নেরও বেশি। ৫৫ বছরের ইথিয়োপিয়ান স্বাস্থ্য ও বিদেশমন্ত্রকের মন্ত্রী বারবার বলে এসেছেন যে, ভাইরাসকে রুখতে হলে প্রত্যেকটা মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সে জন্যই প্রতিনিয়ত সবাইকে হাত ধোয়া, মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখার উপর বারবার জোর দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। চিনে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সময় থেকে এখনও পর্যন্ত অতিমারীর বিরুদ্ধে রাষ্ট্রপুঞ্জের সংস্থার লড়াইয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন টেড্রস।