North Korea Fired Anti-Aircraft Missile: বিমান-বিধ্বংসী মিসাইলের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
আবারও মিসাইলের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া (North Korea)। এক মাসেরও কম সময়ে এনিয়ে চতুর্থবার মিসাইল পরীক্ষা চালাল দেশটি। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ বলেছে যে তাদের নতুন বিমান-বিধ্বংসী মিসাইল (Anti-Aircraft Missile) দুর্দান্ত কর্মক্ষমতা দেখিয়েছি। এতে নতুন প্রযুক্তি সংযুক্ত করা হয়েছে।
সিওল, ২ অক্টোবর: আবারও মিসাইলের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া (North Korea)। এক মাসেরও কম সময়ে এনিয়ে চতুর্থবার মিসাইল পরীক্ষা চালাল দেশটি। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ বলেছে যে তাদের নতুন বিমান-বিধ্বংসী মিসাইল (Anti-Aircraft Missile) দুর্দান্ত কর্মক্ষমতা দেখিয়েছি। এতে নতুন প্রযুক্তি সংযুক্ত করা হয়েছে। নতুন এই অ্যান্টি-এয়ারক্রাফ্ট মিসাইল পরীক্ষার কয়েকদিন আগেই উত্তর কোরিয়া একটি হাইপারসনিক মিসাইল পরীক্ষা করেছে, যেটি পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। সেপ্টেম্বরের শেষ সপ্তাহেই তারা নতুন ধরনের একটি ক্রুজ মিসাইল ও ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালিয়েছিল।
উত্তর কোরিয়ার একের পর এক মিসাইল পরীক্ষা নিয়ে ইতিমধ্যেই রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ শুক্রবার বৈঠক করে। ওয়াশিংটন জানিয়েছে যে তারা মিসাইল পরীক্ষার বিষয়ে আরও তথ্য মূল্যায়ন করছে। আরও পড়ুন: Afghanistan: আফগানিস্তানের পরিস্থিতির দিকে নজর রাখা 'অত্যন্ত জরুরি', জানাল ভারত
একের পর এক মিসাইল পরীক্ষা এটা প্রমাণ করছে যে কী ভাবে উত্তর কোরিয়া ক্রমাগত অত্যাধুনিক অস্ত্র তৈরি করছে। মার্কিন হঁশিয়ারিকে তারা বুড়ো আঙুল দেখাচ্ছ।