Nepal To Lift Ban: আগামী ১৬ ডিসেম্বর থেকে গাড়ি ও মদের পণ্য আমদানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলবে নেপাল

Nepal (Photo Credit: IANS)

নেপাল (Kathmandu): নেপালের মন্ত্রিসভা ১৬ ডিসেম্বর থেকে বেশ কিছু গাড়ি, মদের পণ্য (Liquor) এবং দামি মোবাইল সেট আমদানির ওপর থেকে আট মাসের নিষেধাজ্ঞা (Ban) তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ব্যবসার ক্ষতি এবং ফরেক্স রিজার্ভের হ্রাস (decline in forex reserves) রোধে পদক্ষেপের ব্যর্থতার কারণ দেখিয়ে নেপালের ব্যবসায়ী সম্প্রদায় আমদানি নিষেধাজ্ঞার অবসানের দাবি জানিয়ে আসছে। শুল্ক বিভাগের (Department of Customs) মতে, জুলাইয়ের মাঝামাঝি থেকে শুরু হওয়া বর্তমান ২০২২-২৩ অর্থবছরের প্রথম চার মাসে নেপালের মোট আমদানি ১৮ শতাংশ কমে ৫৩২.৬৯ বিলিয়ন নেপালি টাকা (532.69 billion Nepali rupees) যা প্রায় ৪00 কোটি ডলার-এর সমান হয়েছে। VIVO Export: চিনা কোম্পানি ভিভোর 27 হাজার ফোনের রফতানি আটকে রাখল ভারত সরকার

যুব ও ক্রীড়ামন্ত্রী মহেশ্বর জঙ্গ গহতরাজ (Maheshwor Jung Gahatraj) মঙ্গলবার সংবাদ সংস্থা জিনহুয়াকে (Xinhua) জানান যে মন্ত্রিসভা থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রানুসারে, চলতি বছরের এপ্রিলে প্রথম এই নিষেধাজ্ঞা জারি করা হয়। এর আগে, তামাক, হীরাসহ বিলাসবহুল পণ্য, কিছু যানবাহন, মদের পণ্য এবং দামি স্মার্টফোনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। যদিও আগস্টের শেষের দিকে সরকার নিষেধাজ্ঞা শিথিল করে। শুধুমাত্র টার্গেটেড গাড়ি, দামি মোবাইল সেট এবং মদের পণ্যের প্রবেশ 13 অক্টোবর পর্যন্ত বন্ধ রাখা হয়। পরে ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়। নিষেধাজ্ঞা মানে শুল্ক কমানোর কারণে নেপাল সরকারও তার রাজস্ব বাড়ানোর চাপে রয়েছে।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now