Nepal Prime Minister KP Sharma Oli taken to Hospital: বুকে ব্য়থা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি
বুকে ব্য়থা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি (KP Sharma Oli)। শহিদ গঙ্গালাল ন্যাশনাল হার্ট সেন্টারে (Sahid Gangalal National Heart Center) তাঁকে ভর্তি করা হয়েছে। চলতি বছরের মার্চে ওলির দ্বিতীয় কিডনি প্রতিস্থাপন হয়েছে। ২০০৭ সালে প্রথম কিডনি প্রতিস্থাপন হয় তাঁর।
কাঠমান্ডু, ১ জুলাই: বুকে ব্য়থা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি (KP Sharma Oli)। শহিদ গঙ্গালাল ন্যাশনাল হার্ট সেন্টারে (Sahid Gangalal National Heart Center) তাঁকে ভর্তি করা হয়েছে। চলতি বছরের মার্চে ওলির দ্বিতীয় কিডনি প্রতিস্থাপন হয়েছে। ২০০৭ সালে প্রথম কিডনি প্রতিস্থাপন হয় তাঁর।
অলি প্রথম দফায় ১১ অক্টোবর ২০১৫ থেকে ৩ অগাস্ট ২০১৬ পর্যন্ত নেপালের প্রধানমন্ত্রী ছিলেন। পরবর্তীতে নেপালের নতুন প্রণীত সংবিধানের অধীনে অনুষ্ঠিত প্রথম নির্বাচনে বিজয়ী হয়ে দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। আরও পড়ুন: India-China Face Off: শুক্রবার লেহ সফরে যাচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং
রবিবার নেপালের বর্তমান প্রধানমন্ত্রী কেপি অলি বলেন যে, তাঁকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য "দূতাবাস এবং হোটেলগুলিতে" বিভিন্ন ধরণের কাজকর্ম চলছে। তিনি বলেন, কিছু নেপালি নেতাও এই খেলার সঙ্গে জড়িত রয়েছেন। তবে ওলির বক্তব্যের বিরোধিতা করেছে তাঁর দলই। শীর্ষ নেতা প্রচণ্ড ছাড়াও অভিজ্ঞ নেতা মাধব কুমার নেপাল, ঝালানাথ খানাল, সহ সভাপতি বামদেব গৌতম এবং মুখপাত্র নারায়ণকাজি শ্রেষ্ঠাও প্রধানমন্ত্রী ওলিকে তাঁর করা অভিযোগের প্রমাণ দিতে বলেছেন। পাশাপাশি নেপালের প্রধানমন্ত্রীর পদ থেকে তাঁর ইস্তফার দাবিও উঠেছে।