Nepal Flood Video: নেপালে ভয়াবহ বন্যার পর ধস, মৃত্যু মিছিল অব্যাহত, বাড়ছে নিখোঁজের সংখ্যাও, দেখুন ভিডিয়ো

নেপালে বন্যা এবং ভূমিধসের জেরে এখনও পর্যন্ত ৬৮ জনের কোনও খোঁজ মিলছে না। নিখোঁজদের খোঁজে তল্লাশি শুরু করেছে নেপালের পুলিশ, প্রশাসন। তবে যাঁরা নিখোঁজ হয়েছেন, তাঁদের কোনও খোঁজ মেলেনি বলে খবর।

Nepal Flood (Photo Credit: X)

দিল্লি, ৩০ সেপ্টেম্বর: নেপালে (Nepal) ভয়াবহ পরিস্থিতি। অতি বৃষ্টি (Heavy Rain) থেকে ভয়াবহ বন্যা আর তারপরই ভূমিধস (Landslide)। একের পর এক প্রাকৃতিক বিপর্যয়ের জেরে নেপালের বহু অংশ কার্যত ভেঙেচুরে পড়তে শুরু করেছে। বন্যার পর ভূমিধসের জেরে নেপালে হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা। নেপালে এখনও পর্যন্ত ১৭০ জনের মৃত্যু হয়েছে বলে খবর (মৃতের সংখ্যা আরও বাড়বে বলেই মনে করছে প্রশাসন)। দেশের বিভিন্ন প্রান্তে হঠাৎ বন্যা শুরু হয়। যার জেরে মৃত্যুর সংখ্যা  বেড়েই চলেছে ভারতের প্রতিবেশী দেশে।

নেপালে বন্যা এবং ভূমিধসের জেরে এখনও পর্যন্ত ৬৮ জনের কোনও খোঁজ মিলছে না। নিখোঁজদের খোঁজে তল্লাশি শুরু করেছে নেপালের পুলিশ, প্রশাসন। তবে যাঁরা নিখোঁজ হয়েছেন, তাঁদের কোনও খোঁজ মেলেনি বলে খবর। নিখোঁজের পাশাপাশি প্রায় ১১১ জন আহত ভয়াবহ বন্যা এবং ধসের জেরে। ফলে আহতদের উদ্ধার করে চিকিৎসা শুরু করা হয়েছে বলে খবর।

আরও পড়ুন: Nepal Flood Update: প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত নেপাল! প্রাকৃতিক দুর্যোগে মৃত্যু কমপক্ষে ১৩২ জনের , নিখোঁজ ৬৮

দেখুন নেপালে কেমন ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে বন্যা এবং ধসের জেরে...

 

নেপালে রাস্তাঘাট ভেসে যেতে শুরু করে। অসহায়ভাবে সময় কাটাচ্ছেন বহু মানুষ...

 

নেপালে শুরু হয়েছে জোর কদমে উদ্ধার কাজ...

 

সূত্রের খবর, নেপালে বন্যা এবং ধসের কমলে প্রায় ৪ হাজার মানুষ। ফলে নেপালের সেনা বাহিনী বিপর্যয় মোকাবিলাকারী দল দুর্গতস্থানে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে। সেই সঙ্গে বন্যার্ত এবং ধস কবলিত এলাকার মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে প্রয়োজনমত খাবার, জল, এবং ওষুধপত্র। কোনও মানুষকে যাতে না খেয়ে থাকতে না হয়, তার চেষ্টা শুরু করেছে নেপালের সেনা বাহিনী।