Narendra Modi Russia Visit: 'শীত-গ্রীষ্ম-বর্ষা, রাশিয়াই ভরসা', মস্কোকে ভারতের সব সময়ের বন্ধু বললেন মোদী
নরেন্দ্র মোদী বলেন, রাশিয়ার নাম শুনতেই যা মনে আসে, তা হল ভারতের বন্ধু.। এমনকী ভারতের সব মরশুমের বন্ধু বলতে রাশিয়াকেই বোঝায় বলে মন্তব্য করেন মোদী। শীতে রাশিয়ার তাপমাত্রা যতই নামুক না কেন, ভারতের সঙ্গে মস্কোর সম্পর্কের উষ্ণতা সব সময় বজায় থাকে বলেও পুতিনের দেশের প্রশংসা করেন প্রধানমন্ত্রী।
দিল্লি, ৯ জুলাই: মস্কোয় গিয়ে রাশিয়ার (Russia) ভূয়ষী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এমনকী রাশিয়া হল ভারতের (India) সব সময়ের সঙ্গী। রাশিয়া সফরের দ্বিতীয় দিনে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুদ করতে পুতিনের দেশের এমনই প্রশংসা করেন মোদী। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) প্রশংসাও শোনা যায় মোদীর গলায়। ইউক্রেনে (Ukraine) যুদ্ধের জেরে পশ্চিমী বিশ্ব যখন রাশিয়ার উপর একাধিক নিষেধাজ্ঞা আরোপ করে, সেই সময় মস্কোয় গিয়ে রুশ প্রেসিডেন্টের প্রশংসায় পঞ্চমুখ হন ভারতের প্রধানমন্ত্রী।
নরেন্দ্র মোদী আরও বলেন, রাশিয়ার নাম শুনতেই যা মনে আসে, তা হল ভারতের বন্ধু.। এমনকী ভারতের সব মরশুমের বন্ধু বলতে রাশিয়াকেই বোঝায় বলে মন্তব্য করেন মোদী। শীতে রাশিয়ার তাপমাত্রা যতই নামুক না কেন, ভারতের সঙ্গে মস্কোর (Moscow) সম্পর্কের উষ্ণতা সব সময় বজায় থাকে বলেও পুতিনের দেশের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। ভারত এবং রাশিয়ার একে অপরের সঙ্গে বিশ্বাস এবং বন্ধুত্বের জেরেই এই সম্পর্ক মজবুদ বলেও মন্তব্য করতে শোনা যায় মোদীকে।