"My arrest part of London plan": আমার গ্রেফতারি লন্ডন প্ল্যানের অংশ, জানালেন ইমরান খান

তার গ্রেফতারি পসঙ্গে লন্ড প্ল্যানের কথা তুলে ধরলেন ইমরান

Imran Khan (Photo Credit: ANI)

পাকিস্তানে যুক্তরাষ্ট্রীয় সরকারকে একহাতে নিয়ে গ্রেফতারি প্রসঙ্গে মুখ খুললেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। তাঁর দাবি, তার গ্রেফতারি লন্ডন প্ল্যানের অংশ, তাঁকে গ্রেফতার করে এবং তার দলকে শেষ করে দিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ওপর ওঠা সমস্ত অভিযোগ মুছে ফেলতে চাইছে বর্তমান এই সরকার।

বুধবার লাহোরে ইমরানের জামান পার্কের বাড়িতে পুলিশ ও  দলের কর্মীদের বিরুদ্ধে ধস্তাধস্তির ছবি উঠে আসার পর ভিডিওতে এমনই বার্তা দিয়েছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। তার দাবি তিনি কোর্টকে ইতিমধ্যেই জানিয়েছেন ১৮ মার্চ তিনি হাজিরা দেবেন। তবুও কেন তার বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে তা বুঝতে পারছেন না বলে জানান তিনি।

এদিন পুলিশের সঙ্গে দলের কর্মীদের ধস্তাধস্তির মধ্যেই টিয়ার গ্যাস ছোড়া হয় পুলিশের পক্ষ থেকে। বিক্ষোভ ছত্রভঙ্গ করতে রাখা হয়েছে জলকামান। ইমরানের গ্রেফতারির প্রতিবাদে পেশোয়ারে প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ দেখান বহু কর্মী সমর্থক।

ইমরানের বিরুদ্ধে ২ টি মামলায় হাজিরা না দেওয়ার কারনে জারি করা হয়েছিল জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা। একটি তোষাখানা মামলা এবং অপরটি মহিলা বিচারককে প্রকাশ্যে হুমকি দান।

ইসলামাবাদ হাইকোর্ট তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারা স্থগিত করা হয়  ১৩ তারিখ পর্যন্ত স্থগিত করা হয় এবং তাকে সেশন কোর্টের সামনে হাজির হতে বলা হয়।যদি ইমরান ১৩ মার্চের মধ্যে হাজিরা না দেন তবে  নিম্ন কোর্টকে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে বলা হয় হাই কোর্টের তরফে। ৭০ বছরের ইমরান গতবছর একটি মিছিলে গিয়ে গুলিবিদ্ধ হন।

 



@endif