Mounting Inflation Woes Weigh In Pakistan: আর্থিক মন্দায় জর্জরিত পাকিস্তান, রমজানের আগে আকাশছোঁয়া দাম দ্রব্যমূল্যের

ডলার প্রতি পাকিস্তান রুপির পরিমান দাঁড়িয়েছে ২৮১ টাকায়।

Photo Credit Twiter

সামনেই রমজান। বিশ্ব জুড়ে সবাই যখন এই বিশেষ মাসের প্রস্তুতিতে ব্যস্ত, ঠিক তার উল্টো অবস্থা পাকিস্তানে। আর্থিক মন্দায় জর্জরিত পাকিস্তানের অবস্থা অনেকটাই আলাদা। রমজানের আগে তাই খাবার মজুত রাখতে বাজারে ভিড় জমিয়েছেন পাকিস্তানের মানুষ।

আর্থিক মন্দা তো বটেই , এর পাশাপাশি পাকিস্তানে রাজনৈতিক টালমাটালের জেরে সঙ্গীন অবস্থায় পৌছেছে দেশটি। দুর্দশা নিবারনের ক্ষেত্রে আইএমএফের কাছ থেকে ১.১ বিলিয়ন ডলারের ঋণের আশায় রয়েছে পাকিস্তান। তাতে যদিও একটু আর্থিক মন্দা কমানো যায়। বেশ কিছুদিন আগেই শ্রীলঙ্কাকে ২.২ বিলিয়ন ডলারের আর্থিক সাহায্যের আশ্বাস মিলেছে।

পাকিস্তানের সাধারন মানুষের অবস্থা আরও সঙ্গীন। এই কঠিন পরিস্থিতিতে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি পাওয়ায় তা সাধারন মানুষের নাগালের বাইরে পৌছেছে। তবে বিশেষজ্ঞের মতে পাকিস্তানে বেড়ে চলা রাজনৈতিক অস্থিরতার জেরে এই ভয়াবহ পরিস্থিতি।

শেষ ৫ দশকে পাকিস্তানে আর্থিক পরিস্থিতি তলানিতে ঠেকেছে। ফোরেক্স রিজার্ভের পরিমান নেমেছে ইউএসডি ৩ বিলিয়ন ডলার। রাজস্বে ঘাটতির পরিমান কমে দাড়িয়েছে ৪৩ শতাংশে, এছাড়া মুদ্রাস্ফীতি বেড়েছে ৩৮ শতাংশে। তার ওপর আইএমএফের কাছে থেকে সাহায্যে দেরী হওয়ার কারনে আরও সমস্যায় পাকিস্তান। ডলার প্রতি পাকিস্তান রুপির পরিমান দাঁড়িয়েছে ২৮১ টাকায়।