PM Modi In Dubai: মোদির আগমন উপলক্ষে 'সারে জাহান সে আচ্ছা' ও 'বন্দেমাতরম' গাইছেন দুবাইয়ের প্রবাসী ভারতীয়রা, দেখুন তাঁদের 'ভারতমাতা কী জয়' স্লোগান দেওয়ার ভিডিয়ো

রাষ্ট্রসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলনের ২৮তম কনফারেন্স অফ দ্য পার্টিস-এর সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার সন্ধায় সংযুক্ত আরব আমিরশাহীর দুবাইতে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Photo Credits: ANI

দুবাই: রাষ্ট্রসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলনের (UN Climate Change Conference) ২৮তম কনফারেন্স অফ দ্য পার্টিস (28th Conference of the Parties)-এর সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার সন্ধায় সংযুক্ত আরব আমিরশাহীর (UAE) দুবাইতে (Dubai) গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। আরও পড়ুন: Israel-Hamas War: যুদ্ধ বিরতির মেয়াদের মাঝে পণবন্দিদের মুক্তির সম্ভাবনা কতটা, চিন্তায় ইজরায়েল

দুবাইতে তাঁর আগমনের আগে উচ্ছ্বসিত দুবাইয়ে বসবাসকারী বিমানবন্দরে প্রবাসী ভারতীয়রা (Indian diaspora) বিমানবন্দরে হাজির হয়ে মোদির আগমনের অপেক্ষা করছেন। এর মধ্যে প্রবাসী ভারতীয়রা বিমানবন্দরে জড়ো হয়ে সারে জাহান সে আচ্ছা (Saare Jahan Se Achha) ও বন্দেমাতরম (Vande Mataram) গান গাইতে শুরু করেন। তার পাশাপাশি তাঁদের ভারত মাতা কী জয় (Bharat Mata Ki Jai) ও বন্দেমাতরম স্লোগান (slogans) দিতে দেখা যায়। আরও পড়ুন: Israel-Hamas War: পণবন্দিদের মুক্তিই প্রথম শর্ত, বাড়ল ইজরায়েল-হামাসের যুদ্ধ বিরতির মেয়াদ

দেখুন ভিডিয়ো: