Malaysian Minister: 'একগুঁয়ে স্ত্রীকে বাগে আনতে অল্পবিস্তর মারধর করতেই পারেন স্বামী' মন্ত্রীর কথায় বিশ্বজুড়ে সমালোচনা

Malaysian Minister (Photo Credit: Instagram)

স্ত্রী যদি স্বামীর কথা না শোনেন, তাহলে তাঁকে প্রথমে বোঝাতে হবে। স্বামী হিসেবে এটা তাঁর কর্তব্য এবং দায়িত্ব একগুঁয়ে স্ত্রীকে বাগে আনা। তবে আলোচনার মাধ্যমে বা কথার মাধ্যমে যদি স্ত্রী বাগে না আসেন, তখন তাঁকে বকাঝকা করা যেতে পারে। এমনকী, স্ত্রীদের বাগে আনতে স্বামীরা আলতোভাবে তাঁদের অল্পবিস্তর মারধরও করতে পারেন। মালয়েশিয়ার নারী ও শিশুকল্যাণ দফতরের মহিলার মন্ত্রীর (Malaysian Minister) ওই মন্তব্যের জেরে গোটা বিশ্ব জুড়ে শুরু হয়েছে জোর বিতর্ক।

মালয়েশিয়ার (Malaysia) মহিলা মন্ত্রী সিতি জাইলা বলেন, মহিলাদের উচিত সব সময় স্বামীর (Husband)  কথা মেনে চলা। স্বামীর সঙ্গে যদি কখনও কথা বলতে হয়, তাহলে প্রথমে তাঁর অনুমতি নিতে হবে। স্বামী অনুমতি দিলে তবেই স্ত্রী (Wife) তাঁর সঙ্গে কথা বলতে পারেন। স্বামীর খাওয়াদাওয়ার পর তিনি যখন ভাল মুডে থাকবেন, স্ত্রীর উচিত সেই সময় তাঁর সঙ্গে কথা বলা। সিতি জাইলাকে এমন মন্তব্য করতেও শোনা যায়, তাঁর নিজের ভিডিয়োতে।

আরও পড়ুন: Hijab Row: 'ওবেইসি কেন বোরখা পরেন না?' তসলিমাকে 'ঘৃণার প্রতীক' বলায় পালটা বাংলাদেশি লেখিকার

 

View this post on Instagram

 

'মাদার টিপস' নামে সম্প্রতি মালয়েশিয়ার ওই মহিলা মন্ত্রী ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখনেই একগুঁয়ে স্ত্রীদের বাগে আনতে স্বামীর কী করণীয় বলে তাঁকে নিদান দিতে দেখা যায়। সিতি জাইলার ওই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই গোটা বিশ্ব জুড়ে সমালোচনা শুরু হয়ে যায়। একজন মন্ত্রী হয়ে মহিলাদের সম্পর্কে জাইলা কীভাবে ওই ধরণের মন্তব্য করতে পারেন বলে প্রশ্ন তোলেন অনেকে। কেউ কেউ বলতে শুরু করেন, যে দেশের মহিলা মন্ত্রীর মুখে স্ত্রীদের আলতো শাসনের কথা শোনা যায়,  সেখানে মহিলারা কীভাবে ভাল থাকতে পারেন। কথা না শুনলে স্ত্রীদের শারীরিকভাবে আলতো শাসন করতে পারেন স্বামী, সিতি জাইলার এই মন্তব্য নিয়ে গোট বিশ্ব জুড়ে শুরু হয়েছে তোলপাড়।