Joe Biden: জো বিডেনের নয়া সিদ্ধান্ত, প্রাক্তন জেনারেল লয়েড অস্টিন হচ্ছেন মার্কিন প্রতিরক্ষা সচিব
এবার পেন্টাগনকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রাক্তন জেনারেল কৃষ্ণাঙ্গ লয়েড অস্টিনকেই বেছে নিলেন মার্কিন প্রেসিডেন্ট ইলেক্ট জো বিডেন (Joe Biden)। পলিটিকোর রিপোর্ট বলছে, লয়েড অস্টিন হতে চলেছেন মার্কিন প্রতিরক্ষা সচিব। আমেরিকার ইতিহাসে তিনিই প্রথম কৃষ্ণাঙ্গ প্রতিরক্ষা সচিব। তবে জো বিডেনের এই লয়েড অস্টিনকে বেছে নেওয়া অন্যতম বিস্ময়কর পদক্ষেপ। কারণ এই পদের অন্যতম দাবিদার হলেন মিশেল ফ্লোরনয়। যদি সেই দাবি মেনেই গোটা প্রক্রিয়া সম্পন্ন হত তাহলে প্রথম মহিলা হিসেবে মার্কিন প্রতিরক্ষা সচিবের দায়িত্ব নিতেন মিশেল ফ্লোরনয়।
ওয়াশিংটন, ৮ ডিসেম্বর: এবার পেন্টাগনকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রাক্তন জেনারেল কৃষ্ণাঙ্গ লয়েড অস্টিনকেই বেছে নিলেন মার্কিন প্রেসিডেন্ট ইলেক্ট জো বিডেন (Joe Biden)। পলিটিকোর রিপোর্ট বলছে, লয়েড অস্টিন হতে চলেছেন মার্কিন প্রতিরক্ষা সচিব। আমেরিকার ইতিহাসে তিনিই প্রথম কৃষ্ণাঙ্গ প্রতিরক্ষা সচিব। তবে জো বিডেনের এই লয়েড অস্টিনকে বেছে নেওয়া অন্যতম বিস্ময়কর পদক্ষেপ। কারণ এই পদের অন্যতম দাবিদার হলেন মিশেল ফ্লোরনয়। যদি সেই দাবি মেনেই গোটা প্রক্রিয়া সম্পন্ন হত তাহলে প্রথম মহিলা হিসেবে মার্কিন প্রতিরক্ষা সচিবের দায়িত্ব নিতেন মিশেল ফ্লোরনয়। আগামী ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে চলেছেন জো বিডেন। আরও পড়ুন-Bharat Bandh Today Latest Updates: কেন্দ্রের নয়া কৃষি আইনের বিরোধিতায় মঙ্গলবার ভারত বনধ
মহামারী করোনাভাইরাস মোকাবিলায় বিডেনের যে মেডিক্যাল টিম রয়েছে তারজন্য নয়া নেতৃত্বও খুঁজে নিয়েছেন তিনি। ঘোষণা করেছেন তাঁর নামও। করোনাকালে হু হু করে মৃত্যু ও সংক্রমণ বেড়ে যাওয়ার ঘটনা প্রেসিডেন্ট পদে বসার আগেই এক কথায় বড়সড় চ্যালেঞ্জের মুখে জো বিডেন। ইতিমধ্যেই করোনা মার্কিন মুলুকে ২ লাখ ৮২ হাজার প্রাণ কেড়ে নিয়েছে। মার্কিন অর্থনীতি খাদের কিনারে এসে দাঁড়িয়েছে। প্রতিদিন লাফ দিয়ে বাড়ছে বেকারের সংখ্যা। সবমিলিয়ে এক ঝড়ের মধ্যবর্তী সময়ে মার্কিন প্রেসিডেন্ট পদের দায়িত্ব নিতে চলেছেন জো বিডেন।