Lebanon: পেজারে বিস্ফোরক ভরে কীভাবে হেজবুল্লা জঙ্গিদের কাছে পৌঁছে দেয় ইজরায়েলের মোসাদ দেখুন

লেবাননের গোয়েন্দা সংস্থার তরফে দাবি করা হয়েছে হেজবুল্লা ঘাঁটিতে যে হামলা চলে, তার পিছনে রয়েছে মোসাদ। মোসাদের পরিকল্পনাতেই লেবাননে পরপর হামলা হচ্ছে বলে সে দেশের তরফে দাবি করা হয়েছে।

Israel Attacks South Lebanon (Photo Credit: X)

দিল্লি, ২০ সেপ্টেম্বর: পরপর বিস্ফোরণের (Blast)  জেরে কেঁপে উঠতে শুরু করেছে লেবানন। হেজবুল্লার (Hezbollah)  শক্তি ঘাঁটিতে হামলা চালানো হচ্ছে কখনও পেজার ব্যবহার করে আবার কখনও ওয়াকি-টকি ফাটিয়ে। এই ঘটনায় ইজরায়েল (Israel)  জড়িত বলে সোজাসুজি অভিযোগ করেছে হেজবুল্লা। যদিও সেই অভিযোগ নস্যাৎ করেছে আইডিএফ। তবে ইডরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদই এই ঘটনার পিছনে রয়েছে বলে খবর উঠে আসে।

লেবাননের (Lebanon) গোয়েন্দা সংস্থার তরফে দাবি করা হয়েছে হেজবুল্লা ঘাঁটিতে যে হামলা চলে, তার পিছনে রয়েছে মোসাদ। মোসাদের পরিকল্পনাতেই লেবাননে পরপর হামলা হচ্ছে বলে সে দেশের তরফে দাবি করা হয়েছে। প্রসঙ্গত একটি কোম্পানির মাধ্যমে বিস্ফোরক ভর্তি পেজার তৈরি করিয়ে তা হেজবুল্লার কাছে পৌঁছনোর ব্যবস্থা করে মোসাদ। তার জেরেই হেজবুল্লার পরপর ঘাঁটিত পেজার বিস্ফোরণ হয় বলে খবর।

আরও পড়ুন: Lebanon attacks: লেবাননে হামলার জেরে সুর চড়াল হেজবুল্লা, জঙ্গি ঘাঁটিতে হানাদারির জন্য যুদ্ধ বিমান তৈরি আমেরিকার

মোসাদ কমপক্ষে ৫ হাজার পেজারে বিস্ফোরক ভরে, তা একটি লেবানিজ কোম্পানির মাধ্যমে হেজবুল্লার কাছে পৌঁছে দেয়। যা পরে ফাটতে শুরু করে। যার জেরে পরপর মৃত্যুর খবর আসতে শুরু করে। পেজার বিস্ফোরণের পর হেজবুল্লার ঘাঁটিতে ফাটতে শুরু করে ওয়াকিটকি। ফলে ইজরায়েল সমস্ত সীমা অতিক্রম করেছে বলে সুর চড়ানো হয় হেজবুল্লা নেতা নাসরুল্লার তরফে।