Mikhail Gorbachev Passes Away: প্রয়াত সোভিয়েত ইউনিয়নের শেষ প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ
প্রয়াত হলেন সোভিয়েত ইউনিয়নের (Soviet Union) শেষ প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ (Mikhail Gorbachev)। তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। নোবেল শান্তি পুরস্কার জয়ী এই সোভিয়েত নেতা দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। রাশিয়ার রাজধানী মস্কোর সেন্ট্রাল ক্লিনিকাল হাসপাতালে ভর্তি ছিলেন। মঙ্গলবার সেখানেই তিনি প্রয়াত হন। জানা গিয়েছে, প্রাক্তন রাষ্ট্রনায়ককে মস্কোর নোভোদেভিচি কবরস্থানে তাঁর স্ত্রীর পাশে সমাহিত করা হবে।
মস্কো, ৩১ অগাস্ট: প্রয়াত হলেন সোভিয়েত ইউনিয়নের (Soviet Union) শেষ প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ (Mikhail Gorbachev)। তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। নোবেল শান্তি পুরস্কার জয়ী এই সোভিয়েত নেতা দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। রাশিয়ার রাজধানী মস্কোর সেন্ট্রাল ক্লিনিকাল হাসপাতালে ভর্তি ছিলেন। মঙ্গলবার সেখানেই তিনি প্রয়াত হন। জানা গিয়েছে, প্রাক্তন রাষ্ট্রনায়ককে মস্কোর নোভোদেভিচি কবরস্থানে তাঁর স্ত্রীর পাশে সমাহিত করা হবে। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
আন্তর্জাতিকভাবে সম্মানিত এই রাষ্ট্র নায়ককে প্রায়শই শীতল যুদ্ধের শান্তিপূর্ণ সমাপ্তি ও জার্মান পুনর্মিলনে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য কৃতিত্ব দেওয়া হয়। বিশেষ করে পূর্ব জার্মানরা এখনও তাঁকে শ্রদ্ধা করেন। আটের দশকে গর্বাচেভের নেতৃত্বে সোভিয়েত ইউনিয়ন পারমাণবিক নিরস্ত্রীকরণ এবং অস্ত্র নিয়ন্ত্রণে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুগান্তকারী চুক্তি করেন। আরও পড়ুন: Pakistan Floods: পাকিস্তান এক তৃতীয়াংশ অঞ্চল জলের তলায়, দেশের সাতজনের একজন বন্যা কবলিত
১৯৯০ সালে গর্বাচেভ তাঁর সাহসী সংস্কারের জন্য নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন। যাইহোক, সোভিয়েত ইউনিয়নের যে ব্যাপক অর্থনৈতিক উত্থান ঘটেছিল তা শেষ পর্যন্ত স্থানীয় হয়নি। ভেঙে পড়ে সোভিয়েত ইউনিয়ন। নতুন ১৫টি দেশ পথচলা শুরু করে। যা গর্বাচেভকে রাজনৈতিক পতনের দিকে নিয়ে যায়। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন তিনি। রাশিয়ান জনসংখ্যার একটি বড় অংশ সর্বদা প্রাক্তন এই রাষ্ট্র নেতাকে সোভিয়েত ইউনিয়নের কবর খোদাইকারী হিসাবে দেখেন। একজন রাজনীতিবিদ হিসাবে গর্বাচেভ কখনই নিজের দেশে ব্যাপক জনপ্রিয়তা উপভোগ করতে পারেননি।