Ukraine-Russia Conflict: রাশিয়ায় অনধিকার প্রবেশ, ইউক্রেনের ৫ 'গুপ্তঘাতককে' হত্যা করা হয়েছে, জানাল রাশিয়ান সেনা

বেশ কিছুদিন ধরেই রাশিয়ার সেনা বাহিনীর তরফে ইউক্রেনের গুপ্ত ঘাতকদের বিষয়ে সতর্ক করা হয়। বিনা অনুমতিতে রাশিয়ার সীমানায় প্রবেশ করছে ইউক্রেনের বেশ কয়েকজন গুপ্তঘাতক। সেই কারণেই ৫ জনকে হত্যা করা হয়েছে বলে শেষ পর্যন্ত রাশিয়ার তরফে জানানো হয়। ওই ঘটনার পর ফের ইউক্রেন, রাশিয়ার দ্বন্দ্ব অন্য মাত্রা নেয়।

Russia-Ukraine Army (Photo Credit: Twitter)

মস্কো, ২১ ফেব্রুয়ারি:  রাশিয়ার (Russia) সীমানার মধ্যে অনধিকার প্রবেশ করছে ইউক্রেনের গুপ্তঘাতকরা। ইউক্রেন (Ukraine) থেকে যাঁরা রাশিয়ায় প্রবেশ করেন, সেই গুপ্তচরদের পাকড়াও করে ৫জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এমনই জানানো হল রাশিয়ার সেনা বাহিনীর তরফে।

প্রসঙ্গত বেশ কিছুদিন ধরেই রাশিয়ার সেনা বাহিনীর তরফে ইউক্রেনের গুপ্ত ঘাতকদের বিষয়ে সতর্ক করা হয়। বিনা অনুমতিতে রাশিয়ার সীমানায় প্রবেশ করছে ইউক্রেনের বেশ কয়েকজন গুপ্তঘাতক। সেই কারণেই ৫ জনকে হত্যা করা হয়েছে বলে শেষ পর্যন্ত রাশিয়ার তরফে জানানো হয়। ওই ঘটনার পর ফের ইউক্রেন, রাশিয়ার দ্বন্দ্ব অন্য মাত্রা নেয়।

আরও পড়ুন:  Karnataka: বজরং দলের কর্মী খুনে উত্তপ্ত কর্ণাটকের শিবমোগা, হর্ষের খুনের বিচার চেয়ে সরব রবীনা ট্যান্ডন

এরপরই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, ইউক্রেন সমস্যার সমাধান করতে এখনও পর্যন্ত তাঁদের তরফে কোনও শান্তি চুক্তির পথে এগনো হয়নি। অর্থাৎ ভবিষ্যতে রাশিয়া, ইউক্রেন সমস্যার সমাধানে শান্তি চুক্তির বিষয়টিকে কার্যত নস্যাৎ করে দেন ভ্লাদিমির পুতিন।