Khalisthan Referendum : খালিস্তান নিয়ে এবার নতুন ম্যাপ প্রকাশ শিখ ফর জাস্টিসের

কানাডায় ভারতীয় রাষ্ট্রদূতকে গ্রেফতারের দাবিতে ১ লক্ষ ডলারের অর্থও সংগ্রহ করেছে শিখ ফর জাস্টিস নামে নিষিদ্ধ সংগঠনটি

Photo Credits: IANS

খালিস্তানপন্থী নিজ্জর সিং হত্যা মামলায় কানাডায় ভারতীয় রাষ্ট্রদূত সঞ্জয় ভার্মাকে (Sanjay Varma) দায়ী করে তাকে গ্রেফতারের দাবি তুলল জাস্টিস ফর শিখ গ্রুপ। ২৯ অক্টোবর গণভোটের শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়। যেখানে কানাডায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতের গ্রেফতারির জন্য ১ লক্ষ ডলারের বাজেটও তৈরী করা হয়েছে।

১৮ জুন ব্রিটিশ কলম্বিয়া প্রভিন্সের একটি গুরুদুয়ারার বাইরে হত্যা করা হয় নিজ্জর সিংকে। ৬০ হাজার মানুষের উপস্থিতিতে রবিবার দুটি সিদ্ধান্ত নেওয়া হয়। যার একটি হল শিখদের জন্য আলাদা রাষ্ট্রগঠন এবং দ্বিতীয়টি হল ভারতীয় রাষ্ট্রদূতের গ্রেফতারি।

এই পরিপ্রেক্ষিতে একটি নতুন ম্যাপও প্রকাশ করেছে শিখ ফর জাস্টিসের লিগ্যাল কাউন্সিলের গুরপতবন্ত সিং পান্নুন। যেখানে দিল্লিকেও গ্রেটার খালিস্তান হিসেবে দেখানো হয়েছে।

এই প্রথম নয় এর আগেও বহুবার ভিডিও প্রকাশে মাধ্যমে কানাডার (Canada) হিন্দুদের ভারতে চলে যাওয়ার কথা বলেছে শিখ ফর জাস্টিসের মুখপত্র। এছড়া প্রধানমন্ত্রীকে মোদীকে ইজরায়েল প্যালেস্তাইন যুদ্ধ থেকে শিক্ষা নেওয়ার কথা জানিয়েছে শিখ ফর জাস্টিসের মুখপত্র।

কিছুদিন আগেই নিজ্জর (Nijjar singh) হত্যাকান্ড নিয়ে ভারতের সঙ্গে কানাডার সম্পর্ক তলানিতে ঠেকেছিল। যার ফলে দুই দেশের মধ্যে প্রশাসনিকভাবে সম্পর্ক কিছুটা হলেও খারাপ হয়। উভয় দেশের রাষ্ট্রদূতকে ফিরিয়ে দেওয়ার মত ঘটনাও ঘটে।