Khalistani Row In Canada: কানাডায় নিজ্জর ঘনিষ্ঠর বাড়িতে গুলি, ২ কিশোরকে গ্রেফতার পুলিশের

ওই ঘটনার পরপরই কানাডা পুলিশ ২ জনকে গ্রেফতার করে। সিমরনজিৎ সিংয়ের বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনাতেই ওই ২ কিশোরকে পুলিশ গ্রেফতার করে বলে জানা যায়।

Photo Credits: ANI

হরদীপ সিং নিজ্জর (Hardeep Singh Nijjar) খুনের পর থেকে ভারতের (India) সঙ্গে কানাডার (Canada) দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। সম্প্রতি নিজ্জরের ঘনিষ্ঠ সহযোগী সিমরনজিৎ সিং-এর বাড়ি লক্ষ্য করে চালানো হয় গুলি। সিমরনজিৎ সিংয়ের কানাডার বাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয় বলে খবর। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, সিমরনজিৎ সিং কানাডায় যে বাড়িতে থাকেন, তা লক্ষ্য করে পার্কিংয়ে দাঁড় করানো একটি গাড়ি থেকে গুলি ছোড়া হয়। ঘটনার পরপরই সেখানে হাজির হয় পুলিশ। সিমরনজিৎ সিংকে লক্ষ্য করেই তাঁর বাড়িতে গুলি চালানো হয় বলে পুলিশের প্রাথমিক অনুমান।

আরও পড়ুন: Khalistani Row: নিহত খালিস্তানি জঙ্গি হরদীপ নিজ্জরের ঘনিষ্ঠর বাড়ি লক্ষ্য করে চলল গুলি

ওই ঘটনার পরপরই কানাডা পুলিশ ২ জনকে গ্রেফতার করে। সিমরনজিৎ সিংয়ের বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনাতেই ওই ২ কিশোরকে পুলিশ গ্রেফতার করে বলে জানা যায়। সুরে থেকে ওই ২ কিশোরকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৩টি বন্দুক-সহ বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানা যায়। ঘটনার পরপরই পুলিশ জোর কদমে তদন্ত শুরু করেছে বলে খবর।



@endif