Karachi Airport Blast: করাচি বিমানবন্দরে বিস্ফোরণের জেরে মৃত চিনা নাগরিক, পাকিস্তান নিয়ে সতর্কতা বেজিংয়ের

চিনা নাগরিকদের মৃত্যুর জেরে পরিস্থিতি যে আরও জটিল হচ্ছে, তার আভাস মিলছে। ফলে পাকিস্তানে থাকা চিনের কর্মীরা নিরাপদে থাকুন বলেও পরামর্শ দেওয়া হয়েছে।

Karachi (Photo Credit: X)

দিল্লি, ৭ অক্টোবর: করাচি বিমানবন্দরে (Karachi Airport) বিস্ফোরণের জেরে পাকিস্তানে (Pakistan) কর্মরত চিনা (China) নাগরিকদের মৃত্যুর জেরে মুখ খুলল বেজিং (Beijing)। করাচি বিমানবন্দরে বিস্ফোরণের জেরে যে চিনা নাগরিকদের মৃত্যু হয়েছে, তারা শাস্তি পাবে। অপরাধীরা কোনওভাবে ছাড় পাবে না বলে স্পষ্ট জানানো হয় পাকিস্তানে থাকা চিনা দূতাবাসের তরফে। পাশাপাশি পাকিস্তানে যে চিনা নাগরিকরা বসবাস করেন, তাঁরা যাতে অত্যন্ত সাবধানে থাকেন, সে বিষয়েও বেজিংয়ের তরফে পরামর্শ দেওয়া হয়।

এদিকে চিনা নাগরিকদের মৃত্যুর জেরে পরিস্থিতি যে আরও জটিল হচ্ছে, তার আভাস মিলছে। ফলে পাকিস্তানে থাকা চিনের কর্মীরা নিরাপদে থাকুন বলেও পরামর্শ দেওয়া হয়েছে। সেই সঙ্গে চিনা নাগরিকদের নিরাপত্তা দেওয়া হোক বলেও পাকিস্তানের পড়শি দেশের তরফে জানানো হয়েছে স্পষ্টভাবে।

আরও পড়ুন: Karachi Airport Blast: নিশানায় বিদেশিরা, করাচি বিমানবন্দরে ভয়াবহ বিস্ফোরণে কতজন চিনা নাগরিক নিহত দেখুন

একের পর এক ভয়াবহ ভিডিয়ো সামনে আসতে শুরু করেছে...

 

প্রসঙ্গত বালোচ লিবারেশন আর্মির তরফে করাচি বিমানবন্দরে হামলার দায় স্বীকার করা হয়েছে। যার জেরে ফের বালোচ লিবারেশন আর্মিকে নিয়ে সতর্কতা বাড়ছে পাকিস্তানে।