Kabul University Attack: কাবুল বিশ্ববিদ্যালয়ে জঙ্গিহানা; মৃত ২০, বাড়ছে আহতের সংখ্যা

কাবুল বিশ্ববিদ্যালয়ে (Kabul University) বড়সড় হামলা। ঘটনায় এখনও পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর মিলেছে এবং গুরুতর আহতের সংখ্যা ৪০। ন্যাশনাল রিকনসিলিয়েশনের প্রধান আবদুল্লা আবদুল্লা এই ঘটনার তীব্র প্রতিবাদ করেন। তিনি টুইটে লিখেছেন, "কাবুল বিশ্ববিদ্যালয়ের এই ঘটনার চরম প্রতিবাদ জানাচ্ছি। শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরণের হামলা চালানো অত্য়ন্ত ঘৃণ্য একটি অপরাধ। পড়ুয়াদের শান্তি এবং নিরাপত্তা পাওয়ার অধিকার রয়েছে। এই ঘটনার যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারের প্রতি সহানুভূতি জানাচ্ছি।"

Gunmen Open Fire Inside Kabul University (Photo Credits: Twitter)

কাবুল, ২ নভেম্বর: কাবুল বিশ্ববিদ্যালয়ে (Kabul University) বড়সড় হামলা। ঘটনায় এখনও পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর মিলেছে এবং গুরুতর আহতের সংখ্যা ৪০। ন্যাশনাল রিকনসিলিয়েশনের প্রধান আবদুল্লা আবদুল্লা এই ঘটনার তীব্র প্রতিবাদ করেন। তিনি টুইটে লিখেছেন, "কাবুল বিশ্ববিদ্যালয়ের এই ঘটনার চরম প্রতিবাদ জানাচ্ছি। শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরণের হামলা চালানো অত্য়ন্ত ঘৃণ্য একটি অপরাধ। পড়ুয়াদের শান্তি এবং নিরাপত্তা পাওয়ার অধিকার রয়েছে। এই ঘটনার যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারের প্রতি সহানুভূতি জানাচ্ছি।" পড়ুন: Liquor Pouch Sell In Just 20: বিলিতি মদ ছাড়ুন, মাত্র ২০ টাকায় মদ বেচবে রাজ্য 

সোমবার আফগান-ইরানিয়ান বইমেলা চলছিল। ঘটনাস্থলে হাজির ছিলেন একাধিক পড়ুয়া এবং বহু অতিথি। সেখানে অতর্কিতে হামলা চালায় জঙ্গিরা। এলোপাথাড়ি গুলি ছুঁড়তে শুরু করে তারা। গুলি লেগে এবং বিস্ফোরণের জেরে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন বহু পড়ুয়া। আহতদের দ্রুত ঘটনাস্থলে নিয়ে যাওয়া হচ্ছে। কোনও জঙ্গিগোষ্ঠীই এখনও পর্যন্ত এই ঘটনার দায় স্বীকার করেনি।