Global COVID-19 Caseload: করোনার কাঁটা, বিশ্বে কোভিড রোগীর সংখ্যা এখন ১৭ কোটি ছুঁই ছুঁই
৫২ মিলয়নেরও বেশি মানুষের৷ শুক্রবার সকাল পর্যন্ত জন হপকিন্স ইউনিভার্সিটির (Johns Hopkins university) রিপোর্ট অনুসারে বিশ্বে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন ১৬ কোটি ৯৬ লাখ ২৩ হাজার ৪৩৯ জন৷
ওয়াশিংটন, ২৮ মে: ১৬৮.৭ মিলিয়ন ছাড়াল বিশ্বের মোট কোভিড রোগীর সংখ্যা৷ যেখানে মৃত্যু হয়েছে ৩. ৫২ মিলয়নেরও বেশি মানুষের৷ শুক্রবার সকাল পর্যন্ত জন হপকিন্স ইউনিভার্সিটির (Johns Hopkins university) রিপোর্ট অনুসারে বিশ্বে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন ১৬ কোটি ৯৬ লাখ ২৩ হাজার ৪৩৯ জন৷ ৩৫ লক্ষ ২৫ হাজার ২৩ জন করোনার মৃত্যু মিছিলে শামিল৷ করোনার তাড়ণায় সবথেকে করুণ অবস্থায় রয়েছে আমেরিকা৷ সেখানে মোট কোভিড রোগীর সংখ্যা ৩ কোটি ৩৯ লক্ষ ৯৯ হাজার ৬৮০৷ এখনও পর্যন্ত সেদেশে করোনার বলি ৬ লক্ষ ৭ হাজার ৭২৬ জন৷ সংক্রমণের নিরিখে ২ কোটি ৭৫ লাখ ৪৭ হাজার ৭০৫ জন করোনা আক্রান্তকে নিয়ে বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত৷ আরও পড়ুন-Buddhadeb Bhattacharjee Health Update: বুদ্ধবাবুর নতুন উপসর্গ, শুরু হয়েছে কাশি
অন্যান্য করোনা আক্রান্ত দেশের তালিকার প্রথম দিকে রয়েছে ব্রাজিল৷ সেখানে মোট কোভিড রোগীর সংখ্যা এখন ১ কোটি ৬৩ লক্ষ ৪২ হাজার ১৬২ জন৷ ফ্রান্সে মোট কোভিড রোগী ৫৬ লাখ ৩৫ হাজার ৬২৯ জন৷ ইটালিতে করোনা আক্রান্তের সংখ্যা ৪২ লক্ষ ৫ হাজার ৯৭০৷ তুরস্কে মোট কোভিড রোগী ৫২ লাখ ২০ হাজার ৫৪৯ জন৷ রাশিয়ায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৩৫ হাজার ২০৭৷ জার্মানিতে ৩৬ লাখ ৭৩ হাজার ৯৬৯ জন কোভিডে আক্রান্ত৷ ইংল্যান্ডে ৪৪ লাখ ৭৩ হাজার ৬৭৭ জন কোভিডের কবলে পড়েছেন৷