Joe Biden and Kamala Harris Inauguration Day: জো বিডেন এবং কমলা হ্যারিসকে স্বাগত জানাতে ভারতীয় শিল্পকলা কোলামে সাজছে ক্যাপিটল; কিন্তু কী এই কোলাম? জানুন বিস্তারিত
আর কিছুদিনের অপেক্ষা, আমেরিকার নতুন প্রেসিডেন্ট আসনে বসতে চলেছেন জো বিডেন, ভাইস প্রেসিডেন্ট হতে চলেছেন কমলা হ্যারিস। আগামী ২০ জানুয়ারি, ২০২১-এ। দিন কয়েক আগে ক্যাপিটাল হিলে হামলা চালায় ট্রাম্প সমর্থকেরা। আমেরিকা তাই দিন গুনছে আচ্ছে দিনের। বিডেন-হ্যারিসকে ক্যাপিটলের স্বাগত জানাতে ইন্দো-আমেরিকানরা হাজার হাজার টাইলস সাজাচ্ছে কোলামে। তার ছবি পোস্ট করা হয় ইন্টারনেটে। কিন্তু কি এই কোলাম?
আর কিছুদিনের অপেক্ষা, আমেরিকার নতুন প্রেসিডেন্ট আসনে বসতে চলেছেন জো বিডেন (Joe Viden), ভাইস প্রেসিডেন্ট হতে চলেছেন কমলা হ্যারিস (Kamala Harris)। আগামী ২০ জানুয়ারি, ২০২১-এ আমেরিকার সিংহাসনে বসতে চলেছেন তাঁরা। দিন কয়েক আগে ক্যাপিটাল হিলে হামলা চালায় ট্রাম্প সমর্থকেরা। আমেরিকা তাই দিন গুনছে আচ্ছে দিনের। বিডেন-হ্যারিসকে ক্যাপিটলের স্বাগত জানাতে ইন্দো-আমেরিকানরা হাজার হাজার টাইলস সাজাচ্ছে কোলামে (Kolam)। তার ছবি পোস্ট করা হয় ইন্টারনেটে। কিন্তু কি এই কোলাম?
ভারতবর্ষে আলপনা, রঙ্গোলি দেওয়ার রীতি রয়েছে। কোলামও হল একপ্রকার রঙ্গোলি। অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানায় একে বলে মুগ্গু, কর্ণাটকে রঙ্গোলি, তামিলনাড়ুতে বলা হয় কোলাম। রাজস্থানে বলা হয় মান্দানালমানদাস, কেরালায় পুকালাম, পশ্চিমবঙ্গে এর নাম আলপনা। রঙিন চাল, রঙিন বালি, অভ্র, ফুলের পাপড়ি এবং রঙিন পাথর দিয়ে নানারকম নকশায় বানানো হয় কোলাম। আরও পড়ুন, রাজ্যজুড়ে রথযাত্রার মধ্যে দিয়ে কর্মসূচি করবে বিজেপি, নেতৃত্বে বরিষ্ঠ নেতারা
তামিলনাডুতে এর নাম কোলাম। কোনও অনুষ্ঠানে বাড়িতে, দোকানে, অনুষ্ঠানস্থলে কোলাম দেওয়া হয়। কোলামের জন্য ব্যবহৃত রং তৈরি হয় চলবে গুঁড়ো দিয়ে। এটি প্রধান উপকরণ। এর্সগে নানরকম রঙের মিশ্রণ করা হয়। বলা হয় কলামের মধ্যে দিয়ে সৌভাগ্য ফিরে আসে। কিন্তু ভারতীয় শিল্প কেন সুদূর আমেরিকায় তুলে ধরে হচ্ছে? এর কারণ, ভারতীয় বংশোদ্ভূত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের জন্য। তিনি তামিলনাড়ুর বংশোদ্ভূত। চড়াই, উতরাই পার করে কোলামের মধ্যে দিয়ে নতুন শুরুকে স্বাগত জানানোর জন্য ৪৬তম প্রেসিডেন্টকে স্বাগত জানাবেন আমেরিকবাসী।