Italy: কমছে জল, ভেনিসে সমস্যায় গন্ডোলা, ওয়াটার ট্যাক্সির চালকরা

খরার কারণে ভেনিসে কমছে জল, বন্ধ ওয়াটার ট্যাক্সি, গন্ডোলা

Photo Credit (Twiter)

জল কমছে ভেনিসের ক্যানালে। যার জেরে সমস্যায় পড়েছেন গন্ডোলা, ওয়াটার ট্যাক্সির চালক থেকে পর্যটক। প্রতি বছরই ভেনিসে বহু পর্যটকের সমাগম হয়। বিশেষ করে ভেনিসে বাড়ির পাশ দিয়ে তৈরি ক্যানালে ঘুরতে ভালোবাসেন অনেকেই। সেখানকার ক্যানালের মধ্যে দিয়ে গন্ডোলা করে যাওয়ার আনন্দই আলাদা। তবে সেই আনন্দে ভাঁটা পড়েছে ইদানিং। সম্প্রতি শুষ্ক আবহওয়াই এর প্রধানতম কারন। এবছর পর্যাপ্ত পরিমানে 'স্নো ফল' না হওয়ার কারনে শুকোচ্ছে নদী। গরমের সময় তা চরম আকার নিতে পারে বলে মনে করছেন পরিবেশবিদরা।

গত বছরে খরার জেরে প্রচন্ড সমস্যায় পড়েছিলেন সে দেশের মানুষ। আবহাওয়ার পরিবর্তনেই মূলত এই সমস্যা বলে জানা গেছে। ইতালির সব থেকে বড় নদী 'পো'। যা উত্তর পশ্চিমের আল্পস থেকে আড্রিয়াটিক পর্যন্ত চলে গেছে। তাতে স্বাভাবিকের তুলনায় প্রায় ৬১ শতাংশ জল কম রয়েছে বলে জানা গেছে।

গত বছরের জুলাইতে খরার জেরে পো নদীর পার্শস্থ অঞ্চলগুলিতে এমার্জেন্সী ঘোষনা করা হয়েছিল ইতালি সরকারের তরফে। পো এর পার্শ্বস্থ অঞ্চল পৃথিবীর তৃতীয় বৃহত্তম কৃষিক্ষেত্র এলাকা এবং  বিগত ৭০ বছরের মধ্যে গত বছরে সবথেকে বেশি খরার সম্মুখীন হয়েছিল এই অঞ্চল।