COVID-19 Vaccine : করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরির দাবি করলেন ইতালির গবেষকরা
আশার আলো। করোনাভাইরাসের ভ্যাকসিন (COVID-19 Vaccine) তৈরির দাবি করলেন ইতালির (Italy) গবেষকরা। মঙ্গলবার সায়েন্স টাইমস ম্যাগাজিনে দেওয়া বিবৃতিতে ইতালির গবেষকরা ভ্যাকসিন উদ্ভাবনের দাবি করেছেন। তাঁরা বলেছেন, রোমের স্প্যালানজানি হাসপাতালে বিশেষজ্ঞরা করোনার প্রতিষেধক তৈরি করেছেন। এটি ইঁদুরের শরীরে প্রয়োগ করে সাফল্য পাওয়া গেছে। এটি মানব দেহেও প্রয়োগ করলে সফলতা পাওয়া যাবে। গবেষকরা বলছেন, ইঁদুরের শরীরে ভ্যাকসিনের প্রয়োগ করে দেখেছেন, এতে করোনা প্রতিরোধী অ্যান্টিবডি তৈরি হচ্ছে। ইঁদুরের দেহে করোনাভাইরাসের অ্যান্টিবডি (Antibody) তৈরি করার পর তা মানবকোষেও কাজ করেছে। ইঁদুরের শরীরে তৈরি ওই অ্যান্টিবডি মানবকোষে (Human Cells) করোনাভাইরাসকে নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছে।
রোম, ৬ মে: আশার আলো। করোনাভাইরাসের ভ্যাকসিন (COVID-19 Vaccine) তৈরির দাবি করলেন ইতালির (Italy) গবেষকরা। মঙ্গলবার সায়েন্স টাইমস ম্যাগাজিনে দেওয়া বিবৃতিতে ইতালির গবেষকরা ভ্যাকসিন উদ্ভাবনের দাবি করেছেন। তাঁরা বলেছেন, রোমের স্প্যালানজানি হাসপাতালে বিশেষজ্ঞরা করোনার প্রতিষেধক তৈরি করেছেন। এটি ইঁদুরের শরীরে প্রয়োগ করে সাফল্য পাওয়া গেছে। এটি মানব দেহেও প্রয়োগ করলে সফলতা পাওয়া যাবে। গবেষকরা বলছেন, ইঁদুরের শরীরে ভ্যাকসিনের প্রয়োগ করে দেখেছেন, এতে করোনা প্রতিরোধী অ্যান্টিবডি তৈরি হচ্ছে। ইঁদুরের দেহে করোনাভাইরাসের অ্যান্টিবডি (Antibody) তৈরি করার পর তা মানবকোষেও কাজ করেছে। ইঁদুরের শরীরে তৈরি ওই অ্যান্টিবডি মানবকোষে (Human Cells) করোনাভাইরাসকে নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছে।
এ ধরনের ৫ টি ভ্যাকসিন ক্যান্ডিডেট (সরকারি অনুমোদনের অপেক্ষায় থাকা প্রতিষেধক) বিপুল সংখ্যক অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম হয়েছে। এদের মধ্যে সেরা ২টি ভ্যাকসিন অনুমোদনের অপেক্ষায় গবেষকরা। বিজ্ঞানীরা বলেছেন, মানুষের শরীরে তাদের তৈরি এ প্রতিষেধক ভালোভাবেই কাজ করবে। আরও পড়ুন: Coronavirus Vaccine: করোনাভাইরাসকে বিচ্ছিন্ন করতে অ্যান্টিবডি তৈরি করে ফেলল ইজরায়েল, ঘোষণা প্রতিরক্ষা মন্ত্রীর
ভ্যাকসিনটি বাজারে আনবে ইতালির ফার্মাসিউটিক্যাল কম্পানি টাকিস (Takis)। প্রতিষ্ঠানটির সিইও লুইগি আরিসিচিও (Luigi Aurisicchio) সংবাদসংস্থা এএনএসএকে (ANSA) জানিয়েছেন, তাদের তৈরি এ প্রতিষেধকই সবচেয়ে উন্নত পর্যায়ে রয়েছে। তিনি জানান, ইতালির বিজ্ঞানীদের তৈরি ভ্যাকসিন মানুষের শরীরে যে কার্যকর হবে, তার সংকেত মিলেছে স্পালানজানি হাসপাতালেই।
তিনি মনে করেন, এটিই বিশ্বের প্রথম ক্যান্ডিডেট ভ্যাকসিন। যা মানুষের শরীর থেকে করোনাভাইরাসকে দূরে রাখতে সক্ষম। ইতালির গবেষক দলটি মনে করছে, ভ্যাকসিনটি এ গ্রীষ্মেই মানব শরীরে পরীক্ষামূলকভাবে ট্রায়াল দেওয়ার ছাড়পত্র পাওয়া যাবে। লুইগি আরিসিচিও আরও জানিয়েছেন, এ মুহূর্তে তাদের গবেষণা প্রায় শেষ পর্যায়ে রয়েছে। তাদের প্রযুক্তিগত দিকে সাহায্য করছে মার্কিন সংস্থা লিনারেক্স।