Italy : ইটালির কাছে লাম্পেডুসাতে নৌকাডুবিতে মৃত ২, নিখোঁজ ৩০

ঘটনায় এখনও নিখোঁজ ৩০ জন

Photo Credit IANS

ইটালিতে দুটি বোটডুবে গিয়ে মৃত ২ নিখোঁজ ৩০। ঘটনাটি ঘটেছে ইটালির দ্বীপের লাম্পেডুসাতে।এখনও পর্যন্ত ৫৭ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। সমুদ্রে অত্যাধিক ঢেউয়ের কারণে ডুবে যায় দুটি নৌকা। লামপেডুসা থেকে ৪৩ কিমি দক্ষিণ পশ্চিমে ঘটে এই দুর্ঘটনা।

বিভিন্ন দেশ থেকে শরণার্থীরা অন্যান্য দেশে যাওয়ার জন্য সমুদ্রপথকে ব্যবহার করে থাকেন। তবে সেই সমুদ্র পথে একটি নৌকাতে একাধিক যাত্রী থাকার কারণে নৌকার ডুবে যাওয়ার সম্ভাবনা রয়ে যায়। বহু সতর্কবার্তা সত্বেও প্রাণে হাতে নিয়ে তবুও সমুদ্রপথে অনেকেই যাতায়াত করেন।