Israeli Air Force : হামাসের ৪৫০ সেনা ছাউনি ধ্বংস করার দাবি ইজরায়েলের বিমান বাহিনীর
স্থল অভিযানের মধ্যেই বিমান হামলার মাধ্যমে হামাসের সেনা ছাউনি ধ্বংস করার দাবি করেছে ইজরায়েল
ইজরায়েল হামাসের যুদ্ধ ক্রমশই বাড়ছে স্থল অভিযানের মধ্যে দিয়ে। এর আগে বিমান হামলায় হামাসের ৪৫০ টি আস্তানা ধ্বংস করার দাবি করল ইজরায়েলের বিমান বাহিনী। এই নিশানার মধ্যে রয়েছে মিলিটারি হেডকোয়াটার, অবজারভেশন পোস্ট, অ্যান্টি ট্যাঙ্ক ফায়ারিং পজিশনের মত অস্ত্র।
৭ অক্টোবর হামাসের তরফে ইজরায়েলে হামলার পর থেকে পাল্টা হামলা চালিয়েছে ইজরায়েল। যার জেরে এখনও পর্যন্ত ৫ হাজারেরও বেশি মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে গাজাতে।
ইজরায়েলি সেনার পক্ষ থেকে জানানো হয়েছে যে হামাস সাধারণ মানুষকে ঢাল হিসেবে ব্যবহার করছে।এবং বিভিন্ন বিল্ডিংয়ের মধ্যে লুকিয়ে হামলা চালাচ্ছে।
নেতানিয়াহুর তরফে জানানো হয়েছে যে বিমান হামলার পর শুক্রবার থেকে দ্বিতীয় পর্যায়ের যুদ্ধ অর্থাৎ স্থল অভিযানে নেমেছে তারা। শত্রুদেরকে পরাজিত করে নিজেদের অস্তিত্ব বজায় রাখার কথা জানিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী।
রবিবারও ইজরায়েলের সেনার তরফে গাজার অধিবাসীদের দক্ষিণের দিকে চলে যাওয়ার জন্য জানানো হয়েছে। স্থল অভিযানের মধ্যেই এই নিয়ে আরও একবার গাজার অধিবাসীদের সতর্কবার্তা দিল ইজরায়েলের সেনা।