Israel Rejects UN Ceasefire: জাতি সঙ্ঘে যুদ্ধ বন্ধের উদ্যোগকে প্রত্যাখ্যান ইজরায়েলের
যুদ্ধ বন্ধের সিদ্ধান্তের উদ্যোগের পক্ষে ভোট পড়ে ১২০ টি, বিপক্ষ পড় ১৪ টি ভোট। ৪৫ টি দেশ ভোট থেকে বিরত থাকে।
জাতিসঙ্ঘের যুদ্ধবিরতির প্রস্তাবকে প্রত্যাখ্যান করল ইজরায়েল। দেশটির বিদেশমন্ত্রকের পক্ষ থেকে এলি কোহেন এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তাদের দাবি ইজরায়েল হামাসকে বিশ্ব থেকে মুছে ফেলতে চায় যেমনভাবে নাৎসী এবং আইসিসকে খতম করা হয়েছিল। শুত্রবার ইউএনএর তরফে যুদ্ধবিরতির পক্ষে সিদ্ধান্ত নেওয়া হলে তাকে প্রত্যাখ্যান করে ইজরায়েল। নিজের এক্স হ্যান্ডেল থেকে জাতিসঙ্গের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করার সিদ্ধান্তের কথাও জানানো হয়।
জর্ডনের পক্ষ থেকে আনা এই উদ্যোগে জাতি যুদ্ধবিরতির প্রস্তাব তোলা হয়। এই সিদ্ধান্তের পক্ষে ১২০ টি ভোট পড়ে। ১৪ বিপক্ষে এবং ৪৫ টি দেশ ভোট অনুপস্থিত থাকে। যে সমস্ত দেশ ভোট দেওয়া থেকে বিরত থেকেছে তাদের মধ্যে রয়েছে আইসল্যান্ড, ভারত, পানামা, লিথুয়ানিয়া এবং গ্রীস।
এদিকে জাতিসঙ্ঘে ইজরায়েলের পক্ষ থেকে স্থায়ী সদস্য জানিয়েছেন যে, এই সভায় সত্যের কোন গুরুত্ব নেই, আজকের অধিকাংশ সম্প্রদায়ই দেখিয়ে দিয়েছেন যে তারা আইন মেনে চলা ইজরায়েলকে নয় বরঞ্চ নাৎসী বাহিনীর সন্ত্রাসীদের সমর্থন করছে।যারা সত্যিকারের হিংসা রুখতে আগ্রহী তারা যেন এই সিদ্ধানের সমর্থন না জানাই।
ইজরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে এবং এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে তার জন্য হামাসকে নিমূর্ল করার ক্ষেত্রে জোর দেন তিনি।