Israel-Iran War: ইজরায়েলে মিসাইল হামলা হেজবুল্লার, প্রাণ গেল একাধিক; দাবি ইরান সমর্থিত জঙ্গি গোষ্ঠীর
ইজরায়েলে হামাসের হামলার এক বছর পূর্ণ। ইজরায়েল, হামাস যুদ্ধের এক বছর পূর্তির দিনই হেজবুল্লার তরফে হাইফায় একটানা হামলা শুরু হয়ছে বলে খবর। হেজবুল্লা যখন ইজরায়েলের সীমান্তবর্তী শহর হাইফায় এক নাগাড়ে হামলা শুরু করে, তার প্রশংসা শোনা যায় হামাসের গলায়।
দিল্লি, ৭ অক্টোবর: হেজবুল্লা (Hezbollah) জঙ্গিদের খোঁজে ক্রমাগত হামলা শুরু করেছে ইজরায়েল (Israel)। দক্ষিণ লেবাননে একটানা হামলা করছে ইজরায়েল। আইডিএফের হামলার মাঝে এবার হাইফায় পালটা হানাদারি শুরু করল হেজবুল্লা। ইরান সমর্থিত জঙ্গি গোষ্ঠীর তরফে এমনই দাবি করা হয়েছে। হেজবুল্লার দাবি, ইজরায়েলের হাইফা শহরে মিসাইল হামলা চালানো হয়েছে। যার জেরে ইজরায়েলের ওই শহরে পপর ১০ জনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে বেশ কয়েকজন আহতও হয়েছে বলে দাবি হেজবুল্লার।
এদিকে ইজরায়েলে হামাসের হামলার এক বছর পূর্ণ। ইজরায়েল, হামাস যুদ্ধের এক বছর পূর্তির দিনই হেজবুল্লার তরফে হাইফায় একটানা হামলা শুরু হয়ছে বলে খবর। হেজবুল্লা যখন ইজরায়েলের সীমান্তবর্তী শহর হাইফায় এক নাগাড়ে হামলা শুরু করে, তার প্রশংসা শোনা যায় হামাসের (Hamas) গলায়। হেজবুল্লা যেভাবে এক নাগাড়ে হামলা শুরু করেছে, তার প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা যায় হামাস জঙ্গিদের।
এদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে ফের মুখ খোলা হল রাষ্ট্রসংঘের (UN) তরফে। রাষ্ট্রসংঘের শরণার্থী শিবির দায়িত্বে থাকা ফিলিপ্পো গ্র্যান্ডি বলেন, ইজরায়েল যেবাবে লেবাননে হামলা চালাচ্ছে হেজবুল্লার খোঁজে, তাতে মৃত্যু হচ্ছে সাধারণ মানুষের। লেবানন এবং গাজায় বসবাসকারী সাধারণ মানুষের উপর যাতে কোনওভাবে হামলা না হয়, তার আবেদন ফিলিপ্পোর তরফে বার বার জানানো হয়।