Israel-Hezbollah War: ইজরায়েলে হামলা হলে তার ফল ভুগতে হবে ইরানকে, হেজবুল্লা নিয়ে চরম সতর্কতা আমেরিকার

মার্কিন প্রতিরক্ষা সচিব জানান, ইজরায়েলের মন্ত্রী ইয়োভ গ্যালান্টের সঙ্গে কথা হয়েছে। সেখানেই ইজরায়েলের নিরাপত্তার বিষয়ে যেমন আলোচনা হয়, তেমনি হেজবুল্লা হামলা চালালে, তার ফল যে ইরানকে ভুগতে হবে, তাও স্পষ্ট করে দেওয়া হয়।

Israel-Hezbollah War (Photo Credit: Twitter)

দিল্লি, ১ অক্টোবর: ইজরায়েলে (Israel) হামলা হলে, তার ফল ভুগতে হবে ইরানকে (Iran) । এবার এভাবেই ইরান সমর্থিত জঙ্গি গোষ্ঠী হেজবুল্লাকে (Hezbollah)  হুমকি দিল আমেরিকা। হেজবুল্লা যদি কোনওভাবে ইজরায়েলের (Israel)  অভ্যন্তরে হামলা চালায়, তাহলে তার ফল ভাল হবে না  বলে স্পষ্ট জানানো হয়েছে পেন্টাগনের (US) তরফে। হেজবুল্লা প্রধা হাসান নাসরুল্লার মৃত্যুর পর সুর চড়ায় ইরান। জানানো হয়, ইজরায়েল যা করছে, তার ফল না ভুগে তারা পার পাবে না। নিজেদের অপরাধী কর্মকাণ্ডের সাজা পেতে তৈরি থাকুক ইজরায়েল। ইরানের তরফে সুর যখন চড়ানো হয়, তার পরপরই পালটা হুমকি দেয় আমেরিকা।

আরও পড়ুন: Israel-Hezbollah War: নাসরুল্লা ছিল হেজবুল্লার 'শক্তি', বন্ধু আমেরিকার তৈরি ৯০০ কেজির বোমায় কুখ্যাত জঙ্গি নেতাকে খতম করল ইজরায়েল

মার্কিন প্রতিরক্ষা সচিব জানান, ইজরায়েলের মন্ত্রী ইয়োভ গ্যালান্টের সঙ্গে কথা হয়েছে। সেখানেই ইজরায়েলের নিরাপত্তার বিষয়ে যেমন আলোচনা হয়, তেমনি হেজবুল্লা হামলা চালালে, তার ফল যে ইরানকে ভুগতে হবে, তাও স্পষ্ট করে দেওয়া হয়।

লেবাননের আকাশ ধোঁয়ায় ঢাকা, যুদ্ধের আঘাতে ভুগছে মানবতা...

 

হামাস জঙ্গিদের সমর্থনে হেজবুল্লা হামলা শুরু করে ইজরায়েলে। ফলে গাজার পর এবং দক্ষিণ লেবাননে হেজবুল্লা ঘাঁটি ধ্বংসের কাজ শুরু করেছে বেঞ্জামিন নেতানিয়হু সরকার। ফলে লেবাননে যেমন একাধিক মানুষের মৃত্যু হচ্ছে, তেমনি গোটা বিশ্ব জুড়ে ফের আলোচনার শীর্ষে উঠে আসতে শুরু করেছে ইজরায়েল।