Israel-Hezbollah War: 'শান্তি ফিরুক', ইজরায়েল-হেজবুল্লার যুদ্ধ বিরতির সিদ্ধান্তকে স্বাগত ভারতের
বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়, ইজরায়েল এবং হেজবুল্লার এই পদক্ষেপ যেমন উত্তেজনা হ্রাস করবে, তেমনি সংযম এবং কূটনীতির পথে প্রত্যেকে চালিত হতে পারবে বলেও মন্তব্য করা হয়।
দিল্লি, ২৭ নভেম্বর: ইজরায়েল (Israel) এবং হেজবুল্লা (Hezbollah) শেষ পর্যন্ত রাজি হয়েছে যুদ্ধ বিরতিতে (Ceasefire)। ফলে এই মুহূর্তে ইজরায়েল এবং হেজবুল্লার কোনও সংঘাত নেই বলেই মনে করা হচ্ছে। ইজরায়েল এবং হেজবুল্লা যুদ্ধবিরতি ঘোষণা করতেই শয়ে শয়ে মানুষ লেবাননের রাস্তায় নেমে পড়েন। ইজরায়েলের হামলায় লেবাননের (Lebanon) যে বাড়িঘর, রাস্তাঘাট ভেঙে যায়, সেখানে দাঁড়িয়ে শান্তির পতাকা ওড়ান স্থানীয়রা। ইজরায়েল এবং হেজবুল্লার যুদ্ধবিরতি ঘোষণার সিদ্ধান্তকে স্বাগত জানাল ভারত।
যুদ্ধ বিরতি ঘোষণা হতেই লেবাননের রাস্তায় নেমে পড়েন বহু মানুষ...
বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়, ইজরায়েল এবং হেজবুল্লার এই পদক্ষেপ যেমন উত্তেজনা হ্রাস করবে, তেমনি সংযম এবং কূটনীতির পথে প্রত্যেকে চালিত হতে পারবে বলেও মন্তব্য করা হয়। লেবানন এবং ইজরায়েলের এই যুদ্ধ বিরতি ঘোষণা কূটনৈতিক আলোচনার পথকে তরান্বিত করবে বলেও বিদেশ মন্ত্রকের তরফে মন্তব্য করা হয়। এই পদক্ষেপ শান্তি এবং মানুষের সুস্থিতির পথকে আরও এগিয়ে নিয়ে যাবে বৃহত্তর ক্ষেত্রে বলেও বিদেশমন্ত্রকের তরফে মন্তব্য করা হয়। ভারত সব সময় শান্তির পক্ষে। আলোচনার মাধ্যমে শান্তি ফিরুক। এমন কথা ভারতের তরফে সব সময় বলা হয়েছে। তাই ইজরায়েল এবং লেবাননের যুদ্ধ বিরতির ঘোষণাকে ভারত শান্তির পথে পরবর্তী পদক্ষেপ হিসেবেই দেখছে বলেও জানানো হয়।
চলতি বছরের সেপ্টেম্বরে ইজরায়েলের হামলায় হেজবুল্লার একের পর এক নেতা নিহত হয়। ওই ঘটনার পর কয়েক মাসের ব্যবধানে এবার যুদ্ধ বিরতি ঘোষণা করা হয় ইজরায়েল এবং হেজবুল্লার তরফে।