Israel-Hezbollah War: মৃত্যুর আগে নেতানিয়াহুর সঙ্গে আলোচনা, যুদ্ধ বিরতিতে রাজি হয়ে যায় হেজবুল্লা প্রধান নাসরুল্লা?

লেবাননের বিদেশমন্ত্রী দাবি করেন, বেঞ্জামিন নেতানিয়াহু এবং হাসান নাসরুল্লা একযোগে যুদ্ধ বিরতিতে রাজি হন। তবে নেতানিয়াহুর সঙ্গে যুদ্ধ বিরতি নিয়ে আলোচনার মাঝেই নাসরুল্লা নিহত হয় বলে খবর মেলে।

Hezbollah chief Hassan Nasrallah killed (Photo Credits: X)

দিল্লি, ৩ অক্টোবর: হেজবুল্লার (Hezbollah) নিহত প্রধান হাসান নাসরুল্লা যুদ্ধ বিরতিতে রাজি হয়েছিলেন। ইজরায়েলের (Israel) প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর (Benjamin Netanyahu) সঙ্গে আলোচনার পর নাসরুল্লা (Hassan Nasrallah) যুদ্ধ বিরতিতে রাজি হন। এবার এমনই জানালেন লেবাননের বিদেশমন্ত্রী আবদুল্লা-হাবিব। লেবাননের বিদেশমন্ত্রী দাবি করেন, বেঞ্জামিন নেতানিয়াহু এবং হাসান নাসরুল্লা একযোগে যুদ্ধ বিরতিতে রাজি হন। এসবের মধ্যেই ইজরায়েলি হামলায় হাসান নাসরুল্লা নিহত হয় বলে খবর মেলে। আমেরিকা এবং ফ্রান্সের মধ্যস্থতায় নাসরুল্লা এবং নেতানিয়াহু যুদ্ধ বিরতি নিয়ে আলোচনা চালান বলে লেবাননের তরফে দাবি করা হয়।

আরও পড়ুন: Israel-Hamas War: গাজায় এক নাগাড়ে হামলা ইজরায়েলের, খতম হামাসের শীর্ষ নেতা মুসতাহা

গত ২৭ সেপ্টেম্বর ইজরায়েলি বোমায় নিহত হয় হেজবুল্লা প্রধান হাসান নাসরুল্লা। মাটির ৬০ ফুট নীচে থাকাকালীন হাসান নাসরুল্লা নিহত হয় বলে জানা যায়। যা নিয়ে বিশ্ব জুড়ে শুরু হয়ে যায় তোলপাড়। ওই ঘটনার পর ফের নতুন করে জোরদার হামলা শুরু করে হেজবুল্লা। অন্যদিকে নাসরুল্লার মৃত্যুর পর ইরানও এক নাগাড়ে ইজরায়েলের উপর মিসাইল হামলা চালায়। যার জেরে মধ্য প্রাচ্য ফের নতুন করে উত্তপ্ত হতে শুরু করে।



@endif