Israel-Hezbollah War: লেবাননের বেরুইটে ফের হামলা ইজরায়েলের, পরপর নিহতর খবর আসছে

কোলা জেলায় যে হামলা চালায় ইজরায়েলি সেনা, তার জেরে দ্য পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্তাইন গ্রুপের ৩ জন নিহত হয় বলে জানা যায়। রবিবার রাতে যখন ইজরায়েলি ড্রোন বেরুইটে উড়তে শুরু করে, তখনই হামলার আশঙ্কা করা হয়।

Israel Attacks Lebanon (Photo Credit: X)

দিল্লি, ৩০ সেপ্টেম্বর: এবার লেবাননে (Lebanon) রাজধানী বেরুইটে (Beirut) এক নাগাড়ে হামলা শুরু করল ইজরায়েল (Israel)। বেরুইটের একটি বহুতলে হামলা শুরু করে ইজরায়েল। বেরুইটের একটি বহুতলে হামলার জেরে পরপর ৪ জন নিহত হয়। বেরুইটের কোলা জেলায় ইজরায়েল ফের নতুন করে বিধ্বংসী হামলা চালায়। যার জেরেই পরপর ৪ জন নিহত হয় বলে খবর।

আরও পড়ুন: Israel-Palestine Conflict: ক্রমবর্ধমান দুর্ভিক্ষের উদ্বেগের মধ্যে গাজায় অবিলম্বে খাদ্য সরবরাহ নিশ্চিত করতে ইজরায়েলকে নির্দেশ দিল আন্তর্জাতিক বিচার আদালত

লেবাননে পরপর হামলা ইজরায়েলের...

 

কোলা জেলায় যে হামলা চালায় ইজরায়েলি সেনা, তার জেরে দ্য পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্তাইন গ্রুপের ৩ জন নিহত হয় বলে জানা যায়। রবিবার রাতে যখন ইজরায়েলি ড্রোন বেরুইটে উড়তে শুরু করে, তখনই হামলার আশঙ্কা করা হয়। যার জেরে পরপর মৃত্যুর খবর মিলতে শুরু করে। তবে রবিবার ইজরায়েলি হামলার জেরে কতজন আহত,  সে বিষয়ে এখনও স্পষ্ট কোনও খবর মেলেনি।