Israel Hamas War : ইজরায়েল হামাস যুদ্ধের মধ্যেই ইজিপ্টের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
দু পক্ষের মধ্যে ইজরায়েল হামাসের যুদ্ধের পাশাপাশি ভারত ও ইজিপ্টের দিপাক্ষিক সম্পর্ক নিয়েও আলোচনা হয়
ইজরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধের মধ্যেই এবার মিশরের প্রেসিডেন্ট আবেদেল ফাত্তাহ আল সিসি-র সঙ্গে ফোনালাপ সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজেদের ফোনালাপের কথা এক্স হ্যান্ডেলে শেয়ার করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেখানে তিনি ৭ ই অক্টোবরের সন্ত্রাসবাদী হামলা এবং গাজাতে যুদ্ধের জেরে যে সংকটময় পরিস্থিতি তৈরী হয়েছে সেই বিষয়ে আলোচনা সারেন।
ইজিপ্টের এক মুখপত্র জানিয়েছেন যে এই যুদধের পরিস্থিতিতে যাতে যুদ্ধ দ্রুত বন্ধ করা যায় তার সবরকম চেষ্টা চালাচ্ছেন প্রেসিডেন্ট আবেদেল ফাত্তাহ আলসিসি।
এর পাশাপাশি দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি নিয়েও কথা বলেছেন বলে জানা গেছে।গাজাতে শনিবার এবং রবিবারে মোট ৩৪ টি ট্রাক পাঠানো হয়েছে গাজার মধ্য়ে।যার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ফল, খাবার, পানীয় জল এবং ওযুধ রয়েছে।
ভারতের পক্ষ থেকে পাঠানো সাহায্য গত রবিবার ইজিপ্টে পৌছয়।ভারতীয় বিদেশমন্ত্রকের পক্ষ থেকে জানা গেছে এই তথ্য। ভারতের পক্ষ থেকে নিযুক্ত অজিত গুপ্তের তরফে উপকরনগুলি ইজিপ্শিয়ান রেড ক্রিসেন্টের হাতে তুলে দেওয়া হয়।