Israel Hamas War : হামাস থেকে মুক্ত হওয়া পণবন্দীদের সাহায্য প্রদানের আশ্বাস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের
কাতার এবং হামাসের সঙ্গে কথাবার্তার মাধ্যমে ২ আমেরিকানকে মুক্তি দেওয়া হয়
যুদ্ধ থামার শেষ নেই, তার মধ্যেই আবার হামাসের হাতে পণবন্দি অবস্থায় রয়েছেন আমেরিকান নাগরিক। সম্প্রতি হামাসের পক্ষ থেকে ২ নাগরিককে মুক্তির পর মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন যে আমেরিকান পণবন্দিদেরকে ছাড়াতে আমেরিকার সরকার তার যথাসাধ্য প্রচেষ্টা করবে।
নিজের এক্স হ্যান্ডেল থেকে বাইডেন জানান, "আমি এই মাত্র হামাসের হাত থেকে মুক্ত পাওয়া ২ আমেরিকানের সঙ্গে কথা বললাম। তাদের সুস্থ হতে মার্কিন সরকার সবরকমের সহযোগীতা করবে । ইজরায়েল ডিফেন্স ফোর্সের তরফে ২ বন্দির ছাড়া পাওয়ার বিষয়টি নিশ্চিত হতেই নিজের বক্তব্য জানান বাইডেন।"এছডা় হোয়াইট হাইজের পক্ষ থেকেও বিবূৃতি জারি করে এই ঘটনার সত্যাতা নিশ্চিত করেছে।
হামাসের হামলার শুরু থেকেই আমেরিকান নাগরিকদের নিয়ে চিন্তার মধ্যে ছিল সে দেশের প্রশাসন। এবং নাগরিকদের মুক্তির বিষয়টি নিয়ে আমেরিকার পক্ষ থেকে প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাওয়া হয়েছে।
দুই পণবন্দিকে ছেড়ে দেওয়ার পর তাদের রেড ক্রসের হাতে তুলে দেওয়া হয় বলে জানা গেছে।