Israel: লেবাননে লুকিয়ে হেজবুল্লা, জঙ্গিদের অস্ত্রাগার লক্ষ্য করে ইজরায়েলের টানা হামলা

জরায়েলের দাবি, হেজবুল্লার অস্ত্রাগার লক্ষ্য করেই ওই হামলা চালানো হয়। অর্থাৎ লেবাননের সাধারণ মানুষের উপর নয়, জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে হামলা চলে বলে জানানো হয় আইডিএফের তরফে।

Israel Attacks Hezbollah.jpg (Photo Credit: IANS)

দিল্লি, ২০ অগাস্ট: হেজবুল্লার (Hezbollah) উপর ফের আক্রমণ চালাল ইজায়েল (Israel)। লেবাননে (Lebanon) লুকিয়ে থাকা জঙ্গি গোষ্ঠীর খোঁজে আকাশপথে একের পর এক হামলা চালাতে শুরু করে ইজরায়েলি সেনা। লেবাননের পূর্ব দিকে যে বেক্কা ভ্যালি রয়েছে, সেখানেই সোমবার আছড়ে পড়তে শুরু করে ইজরায়েলের একের পর এক অস্ত্র। ফলে ফের ইজরায়েলের সঙ্গে লেবাননের বিবাদ কার্যত তুঙ্গে উঠতে শুরু করে। ইজরালেরে হামলায় ৮ জন আহত হয়েছেন বলে লেবাননের স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়। আহতদের মধ্যে সিরিয়ার ২ শিশুও রয়েছে বলে খবর।

এদিকে ইজরায়েলের দাবি, হেজবুল্লার অস্ত্রাগার লক্ষ্য করেই ওই হামলা চালানো হয়। অর্থাৎ লেবাননের সাধারণ মানুষের উপর নয়, জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে হামলা চলে বলে জানানো হয় আইডিএফের তরফে।

জানা যায়, হেজবুল্লার হামলায় ইজরায়েলের এক সেনা অফিসারের মৃত্যু হয়। ওই ঘটনার পর বেক্কা ভ্যালিতে হেজবুল্লার অস্ত্রাগার লক্ষ্য করে হামলা চালায় আইডিএফ।