Israel-Hamas War: গাজায় পরপর হামলা ইজরায়েলি সেনার, মৃত্যু মিছিল অব্যাহত
ফের নতুন করে উত্তেজনা ছড়াচ্ছে গাজায় (Gaza)। এবার গজায় বিমান হামলায় পরপর ৪১ জনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে ১৩ জন আহত বলে খবর। গাজার নুসেরিয়াত শরণার্থী শিবিরে হামলা চালায় ইজরায়েলি সেনা। তার জেরেই পরপর ৪১ জনের মৃত্যু হয় বলে খবর। নুসেরিয়াত শিবিরে আইডিএফের (IDF) হামলায় নতুন করে আতঙ্ক ছড়ায় গাজা জুড়ে। আল নুসেরিয়াত শিবিরে হামলার জেরে নতুন করে প্যালেস্তাইনীয়দের সেখান থকে সরানো শুরু হয়। আল নুসেরিয়াতের পাশাপাশি বুরেইজ শিবিরেও হামলা চালানো হয়। এর আগে আলি শিফা হাসপাতালেও ইজরায়েলি সেনা হামলা চালায়। আলি শিফা হাসপাতাল থেকেও একের পর এক শিশুর মৃত্যুর খবর আসতে শুরু করে।
গাজায় ফের হামলা ইজরায়েলি সেনার...