IPL Auction 2025 Live

Israel Hamas War : গাজার আল নাসের পরিত্যক্ত হাসপাতালে মিলল পচা গলা শিশুর দেহ

৩ টি শিশুর দেহ পচা গলা অবস্থায় পাওয়া যায় পরিত্যক্ত হাসপাতালটিতে

Gaza's Hospital (Photo Credit: Twitter)

হামাস ইজরায়েল যুদ্ধে ক্ষতিগ্রস্থদের মধ্যে যারা রয়েছেন তাদের মধ্যে অন্যতম হল গাজার শিশুরা। কোনরকম বাছবিচার না করেই নির্মভাবে চলছে শিশু হত্যা। তবে তা যে নিছক কথার কথা নয় তার প্রমান মিলল আল নাসের হাসপাতালে।

সম্প্রতি গাজার এই হাসপাতটিকে খালি করার নির্দেশ দেওয়া হয়েছিল। এবার সেই হাসপাতালে আইসিউতে পাওয়া গেল পচা গলা শিশুর মৃতদেহ। হাসপাতালের মেশিনগুলির সঙ্গে যুক্ত থাকা অবস্থায় ৩ জন শিশুর দেহ পাওয়া গেল। যাদের পাশে ছিল দুধের বোতল এবং ডাইপার।

একটি ভিডিও প্রকাশিত হয়েছে যেখানে চারটি শিশুর পচাগলা দেহ পাওয়া গিয়েছে।  ২৭ শে নভেম্বর ভিডিওটি তোলা হয়েছে এক সাংবাদিকের ক্যামেরা থেকে। ইজরায়েলি সেনার নির্দেশমতো ১০ নভেম্বর খালি করা হয়েছে আল নাসের হাসপাতাল।

হাসপাতালের স্বাস্থ্য কর্মীদের পক্ষ থেকে জানানো হয়েছে যে সেই মূহূর্তে শিশুদেরকে কোনভাবেই সরিয়ে নেওয়া ঠিক ছিলনা তাই তাদেরকে সেইভাবেই হাসপাতালে রেখে দেওয়া হয়েছিল।

৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে বোমাবর্ষনের জেরে এখনও পর্যন্ত মারা গিয়েছেন ১৭ হাজার মানুষ। যার মধ্যে রয়েছে অনেক শিশু।