Israel-Hamas Conflict : ইজরায়েল হামাস যুদ্ধের জেরে বাড়তে পারে জ্বালানী এবং খাদ্যদ্রব্যের দাম
যুজদ্ধ আঞ্চলিকভাবে ছড়িয়ে পড়লে বেড়ে যাবে জ্বালানী ও খাদ্যদ্রব্যের দাম
গাজায় ইজরায়েলের হামলা এবং বিভিন্ন দেশের অনুরোধ সত্বেও যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘটনা ভবিষ্যতে এই যুদ্ধকে আরও বড় এবং আঞ্চলিক যুদ্ধে পরিণত করার সম্ভাবনা দেখা দিচ্ছে।যে কারণে খাবার এবং জ্বালানীর দাম বাড়তে পারে বিশ্ব জুড়ে।
কোভিড ১৯ এর প্রকোপ এবং রাশিয়ার ইউক্রেনে আক্রমনের কারণে প্রায় তলানিতে ঠেকেছিল অর্থনীতি যা স্বাভাবিক অবস্থায় আনতে এখনও অনেকটাই সময় লাগবে। তার মধ্যেই আবার মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বেজে গেলে যে কোন সময় বাড়তে পারে জ্বালানীর দাম যা প্রভাব ফেলবে খাবারের ক্ষেত্রেও। খাবারের দাম বৃদ্ধির কারণে শুধুমাত্র কেনার ক্ষমতায় হারাবেনা সাধারণ মানুষ। এর পাশাপাশি উৎপাদন করার ক্ষেত্রে বাড়বে দাম।
৭ ই অক্টোবর হামাসের আক্রমনের পর থেকে সমস্ত রকমের ক্ষেত্রে এর প্রভাব পড়েছে ব্যপকভাবে। বহু কোম্পানি এবং তাদের কর্মচারীকে সরানো হয়েছে অন্য এলাকায়।ব্যবসাক্ষেত্রে ব্যপক ক্ষতির সম্মুখীন হয়েছে দেশের বিভিন্ন শিল্প।