Saudi Prince Mohammed Bin Salman: 'গাজায় সম্মিলিত গণহত্যা চালাচ্ছে ইজরায়েল', হুঙ্কার সৌদি যুবরাজ মহম্মদ বিন সলমনের

গত এক বছর ধরে ইজরায়েল একের পর এক হামলা চালাচ্ছে গাজায়। হামাস জঙ্গিদের খোঁজে গাজায় হামলা চালানো হচ্ছে বলে জানানো হয় ইজরায়েলের তরফে। যার জেরে সরকারিভাবে গাজায় এখনও পর্যন্ত ৪৩ হাজারের বেশি মানুষের মৃত্য়ু হয়েছে বলে জানা যাচ্ছে।

Saudi Crown Prince Mohammed Bin Salman (Photo Credit: Wikipedia)

দিল্লি, ১৩ নভেম্বর:  গাজায় (Gaza) গণহত্যা চালাচ্ছে ইজরায়েল। সম্মিলিত শক্তির মাধ্যমে গাজায় গণহত্যা শুরু করেছে ইজরায়েল, এমনই অভিযোগ করলেন সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমন(Saudi Crown Prince Mohammed bin Salman)। ইসলামিক দেশগুলির প্রতিনিধিরা সোমবার রিয়াধে হাজির হন সৌদি আরব আয়োজিত একটি অনুষ্ঠানে। প্যালেস্তিনীয় (Palestine) মানুষের উপর ইজরায়েল যে 'অত্যাচার' শুরু করেছে, যে গণহত্যা সংগঠিত হচ্ছে,তার কড়া নিন্দা করা হয় আরব দেশগুলির তরফে। আর সেখানেই গাজায় ইজরায়েলের (Israel) হামলাকে সংগঠিত গণহত্যা বলে অভিযোগ করেন মহম্মদ বিন সলমন।

আরও পড়ুন: Hezbollah Attacks Israel School Video: হেজবুল্লার ড্রোনে ভেঙে পড়ছে স্কুল, প্রাণ হাতে নিয়ে শিশুদের রক্ষা শিক্ষিকার, শিউরে ওঠা ভিডিয়ো

গত এক বছর ধরে ইজরায়েল একের পর এক হামলা চালাচ্ছে গাজায়। হামাস জঙ্গিদের খোঁজে গাজায় হামলা চালানো হচ্ছে বলে জানানো হয় ইজরায়েলের তরফে। যার জেরে সরকারিভাবে গাজায় এখনও পর্যন্ত ৪৩ হাজারের বেশি মানুষের মৃত্য়ু হয়েছে বলে জানা যাচ্ছে।

মঙ্গলবারই ইজরায়েলের হামলায় উত্তর গাজায় পরপর ৩০ জনের মৃত্যু হয়েছে বলে খবর। তবে এখনও নিহতদের সবার মৃতদেহ উদ্ধার করা যয়ানি। অনেকেই ধ্বংসস্তূপে আটকে রয়েছেন বলে প্যালেস্তাইনের তরফে জানানো হয়। যার জেরে প্রায় গোটা বিশ্ব জুড়ে ইজরায়েলের কর্মকাণ্ডে তোলপাড় শুরু হয়ে যায়।



@endif