Israel Attack On Syria: সিরিয়ার সেনা ঘাঁটি লক্ষ্য করে হামলা ইজরায়েলের
ক্ষেপনাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্থ হয়েছে সেনা ঘাঁটি, তবে হতাহতের কোন খবর মেলেনি
সিরিয়ার সেনা ঘাঁটিতে হামলা চালাল ইজরায়েল সেনা। রবিবার রাতে সিরিয়ার রাজধানী দামাস্কাসে ইজরায়েল যুদ্ধবিমান সামরিক সেনা ছাউনিতে রাতারাতি হামলা চালিয়েছে, তবে এতে শুধুমাত্র ক্ষতি হলেও প্রাণহানি হয়নি । ইজরাইল-অধিকৃত গোলান মালভূমির উপর থেকে এই হামলা চালানো হয়েছে।
এদিকে, সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়ার মনিটর জানিয়েছে, ইজরায়েল দামেস্কের আশেপাশের সেনা ছাউনিতে দুই দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ব্রিটেন ভিত্তিক নজরদারী সংস্থা জানিয়েছে হামলা প্রধানত বিমান প্রতিরক্ষা ঘাঁটি এবং দামাস্কাসের গ্রামাঞ্চলের হামেহ এলাকার সেনা ছাউনি এবং দামাস্কাসের আন্তর্জাতিক বিমানবন্দরের আশেপাশের এলাকাকে লক্ষ্য করে চালানো হয়েছিল। ২০২৩ সালের শুরু থেকে এখনও পর্যন্ত ইজরায়েল সিরিয়ায় ১৭ বার আক্রমণ চালিয়েছে, যার জেরে এখনও পর্যন্ত ৪৮ জন সেনা নিহত এবং ২৮ জন সেনা আহত হয়েছে।