Islamabad Massacre: জ্বলছে পাকিস্তান, রক্তারক্তি ইসলামাবাদের রাস্তায়, ইমরান খানের ১ হাজার অনুগামীকে গ্রেফতার পাক পুলিশের

ইসলামাবাদের পুলিশ প্রধান আজ়িজ় রিজ়ভি এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি। তিনি বলেন, মঙ্গলবার প্রতিবাদ মিছিল থেকে ৬০০ জনকে আটক করা হয়। বুধবারের বিষয়ে তিনি কোনও মন্তব্য করেননি।

Pakistan Protest (Photo Credit: X/Screengrab)

দিল্লি, ২৭ নভেম্বর: জ্বলছে পাকিস্তান (Pakistan)। ইমরান খানের (Imran Khan) পিটিআইয়ের (PTI) ১ হাজার সমর্থককে গ্রেফতার করল পাকিস্তান পুলিশ। প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানে মুক্তির দাবিতে বুধবার ইসলামাবাদে মিছিল করে এগোতে শুরু করেন পিটিআইয়ের সমর্থকরা। যে মিছিল এগোতেই এক এক করে তাঁদের গ্রেফতার শুরু করে শেহবাজ শরিফ সরকারের প্রশাসন। পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টো করে ইমরান খানের সমর্থকরা যখন এগনোর চেষ্টা করেন, সেই সময় তাঁদের আটকানো হয়। লাঠিচার্জও করা হয়। ফলে পরপর১ হাজার মানুষকে গ্রেফতার করা হয় বলে খবর। ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে শুরু করে আজকের ইসলামাবাদে।

যদিও ইসলামাবাদের পুলিশ কমিশনার আজ়িজ় রিজ়ভি এ বিষয়ে কোনও মন্তব্য করেননি। তিনি বলেন, মঙ্গলবার বিক্ষোভ মিছিল থেকে ৬০০ জনকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: Pakistan: ইমরান খানের সমর্থকদের দেখলেই 'গুলি চালাও', পাকিস্তান সরকারের নয়া নির্দেশে তোলপাড়

প্রসঙ্গত এর আগে ইমরান খানের সমর্থকদের দেখলেই গুলি চালানোর নির্দেশ দেয় শেহবাজ শরিফ সরকার। যা নিয়ে শুরু হয়ে যায় তোলপাড়। তার মাঝেই বুধবার ফেরে ইমরান খানের পিটিআইয়ের ১ হাজার সমর্থককে পুলিশ গ্রেফতার করে।