IPL Auction 2025 Live

Iraq : ইরাকে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলা 'সার্বভৌমত্বের লঙ্ঘন' , নিন্দা সেনাপ্রধানের

জর্ডন সীমান্তে হামলার পর মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই হামলা করা হয়

Representational Image (Photo Credits: PTI)

ইরাকের ওপর হামলার নিন্দা জানাল সে দেশের কমান্ডার ইন চিফ। ইরাকের ও সিরিয়া বেশ কিছু সন্ত্রাস ঘাঁটিতে হামলা চালানোর জেরে প্রতিক্রিয়া দিয়েছে ইরাকের কমান্ডার ইন চিফ।দেশের সেনার পক্ষ থেকে জানানো হয়েছে এমন সময় এই হামলাগুলি করা হচ্ছে যেখানে ইরাক চেষ্টা করছে এলাকায় শান্তি প্রতিষ্ঠা করার।

চিফ অফ কমান্ডার জানিয়েছেন, "এই ধরনের হামলা ইরাকের সার্বভৌমত্বের ওপর আক্রমন।এটা একটা হুমকি যা ইরাক এবং পাশ্ববর্তী অঞ্চলকে অপ্রত্যাশিত পরিণতির দিকে ঠেলে দিতে পারে। "

এদিকে সিরিয়ার পক্ষ থেকেও এই আগ্রাসনের নিন্দা করা হয়েছে। সিরিয়ার (Siriya) বেশ কিছু মরু এলাকা এবং ইরাক সিরিয়া সীমান্তবর্তী এলাকা ক্ষতিগ্রস্থ হয়েছে এই হামলায়।

গত সপ্তাহে কাতাইব হেজবোল্লাহ এবং হারাকত আল নাজুবার পক্ষ থেকে জর্ডান সীমান্তে ড্রোন হামলা করা হয় যে কারণে ৩ জন মার্কিন সেনার মৃত্যু ঘটে। আহত হন ৪০ জন সেনা।

এই ঘটনার জেরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছিলেন যে, আমেরিকা মধ্যপ্রাচ্যে (Middle East) অশান্তি চায়না। কিন্তু কেউ যদি মার্কিনিকে ক্ষতি করে তাহলে তার উত্তর দেওয়া হবে।

শুক্রবার মার্কিন প্রেসিডেন্টের আদেশে বি ১ বম্বার ইরাক এবং সিরিয়ায় হামলা চালায়।